একজন জাপানী মহিলার ইসলাম ও পর্দা - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

একজন জাপানী মহিলার ইসলাম ও পর্দা - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

ব‌ই : একজন জাপানী মহিলার ইসলাম ও পর্দা

মূল : খাওলা নাকাতা

অনুবাদ : ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

"একজন জাপানি মহিলার ইসলাম ও পর্দা" মূলত একটি প্রবন্ধের অনুবাদ । প্রবন্ধের মূল লেখক খাওলা নাকাতা একজন জাপানি নারী । তার লিখিত এ প্রবন্ধটি ব‌ই আকারে প্রকাশ করেন সৌদি চিকিৎসক ডাঃ সালেহ আল সালেহ । ব‌ইটির নাম দেওয়া হয় "A View Through Hijab". ব‌ই আকারে প্রকাশিত হবার পর সে সময়ে রিয়াদে মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) এর নজরে আসলে তিনি বাংলায় অনুবাদ করেন । এরপর ২০০৪ সালের দিকে বাংলাদেশে "একজন জাপানি মহিলার ইসলাম ও পর্দা" নাম দিয়ে ব‌ই আকারে বাজারে নিয়ে আসেন । 

বর্তমান বে-পর্দার যুগে নারীদের পর্দার প্রভাব উপলব্ধি, এর প্রয়োজনীয়তা অনুধাবন করতে এ ব‌ইটি সহায়ক ভূমিকা পালন করবে । 


ব‌ইটি ডাউনলোড করতে


Post a Comment

2 Comments