বই : আল্লাহর পথে দাওয়াত
লেখক : ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স
সম্পূরক প্রশ্ন
প্রশ্নঃ বইটি অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে কেনা যাবে ?
উঃ জ্বী, বইটি অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে কেনা যাবে ।
প্রশ্নঃ বইটির নতুন সংস্করণ বের হয়েছে কি ?
উঃ জ্বী, বইটির নতুন সংস্করণ বের হয়েছে । যেহেতু বইয়ের লেখক ২০১৫ সালে মৃত্যুবরণ করেন সে কারনে কেবল প্রচ্ছদ ও বাঁধাই নতুন করে বাজারে নতুন সংস্করণ বের করা হয়েছে ।
প্রশ্নঃ বইটি কি কাদের জন্য ? মাযহাবী/লা মাযহাবী ?
উঃ যেহেতু এটি দাওয়াতের পন্থা সংক্রান্ত বই, ফিকহী কিতাব নয়, ইনশাআল্লাহ, সকলেই পড়তে পারেন ।
0 Comments