জীবন ধারনের জন্য প্রয়োজন আলো বাতাস পানি খাদ্য । মানুষের স্রষ্টা মহান আল্লাহ জীবন ধারণের এসব উপকরণ প্রাকৃতিকভাবেই মানুষের জন্য ব্যবস্থা করে রেখেছেন । কিন্তু মানুষ নিজের অজ্ঞতার কারণে জীবন ধারণের এসব উপকরণকে দূষিত কলুষিত ও অপরিচ্ছন্ন করে ফেলে, ততখন মানব সমাজে নেমে আসে রোগ ব্যাধি ও অশান্তি । তাই সুস্থ জীবনের জন্য প্রয়োজন বিশুদ্ধ অনাবিল আলো বাতাস পানি খাদ্য ।
এতো গেল সুস্থ জীবনের কথা । কিন্তু সুন্দর ও সফল জীবন গড়ার উপায় কি ? আর কি উপায় সুখ ও শান্তির সমাজ গড়ার ? নিশ্চয়ই সবাই বলবেঃ জ্ঞান, জ্ঞান, জ্ঞান ! হ্যা, অবশ্যি কেবল জ্ঞানার্জনের মাধ্যমেই তুমি গড়তে পারো সুন্দর জীবন আর শান্তির সমাজ ।
মানুষের জ্ঞান সীমিত । মানুষ তার সীমিত ও অপূর্ণ জ্ঞান দিয়ে জ্ঞান রাজ্যের দূষিত ও অপরিচ্ছন্ন করে ফেলেছে । প্রকৃত জ্ঞানের মালিক মহান আল্লাহ । তিনি দয়া করে সুন্দর সফল ও শ্রেষ্ঠ জীবন গড়ার জন্য মানুষের কাছে সঠিক জ্ঞান পাঠিয়েছেন । সেটি হলো, "আল কুরআন" । আল কুরআন আল্লাহর বাণী । এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সুন্দর সফল ও শ্রেষ্ঠ জীবন গড়ার গাইড বুক । শান্তি ও সমৃদ্ধির সমাজ গড়ার হাতিয়ার । অনাবিল জ্ঞানের উৎস ।
আমাদের এ বইটি আল কুরআনেরই সঞ্চিতা ও গৌরব গাঁথা । এ বই তাদের জন্য, যারা আল কুরআনকে জানতে চায়, বুঝতে চায় ও ভাবতে চায় । এ বই তাদের জন্য, যারা আল্লাহর কিতাবকে জানতেও চায়, মানতেও চায় । এ বই সেইসব দুঃসাহসী বীর নওজোয়ানদের জন্য, যারা জীবন মরণ শপথ নিতে পারে আল-কোরআনকে জীবন গড়ার গাইড বুক আর সমাজ গড়ার চালিকাশক্তি হিসেবে গ্রহণ করার ।
1 Comments
download link?
ReplyDelete