** গ্রন্থালোচনা **
বই ঃ ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ ৷
লেখক ঃ মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন৷
প্রকাশনাঃ মাকতাবাতুল আবরার
মূল্য ঃ 430 টাকা মাত্র ৷
পৃষ্টা: 718 ় --------
·
মাওলানা হেমায়েত উদ্দীন দাঃবাঃ ৷ পরিচয়ের জন্য নামই যথেষ্ট ৷ এই বিশাল পৃথিবীর অগণিত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ৷ মানুষ যাতে করে স্বীয় শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখে সুশৃংখল আদর্শ জীবন গড়ার মাধ্যমে সৃষ্টিগত উৎকর্ষ সাধনে সক্ষম হয়, সে উদ্দেশ্যে স্হান, কাল ও পাত্র নির্বিশেষে নিখঁুত বিধি- বিধান প্রদত্ত হয়েছে ৷আল্লাহ কর্তৃক প্রদত্ত এই বিধি- বিধানকেই ইসলাম নামে অভিহিত করা হয়েছে ৷ একটি পরিপূর্ণ বিধি- বিধান হিসাবে ইসলামের করণীয় বর্জনীয় বিস্তারিত বিধি - বিধানকে পাচঁ ভাগে বিভত্ত করা যায় ৷ 1 ় আকায়েদ, 2 ় ইবাদাত, 3 ় মুয়ামালাত, 4 ়মুআশারাত 5 ় ও আখলাক ৷ এর মধ্যে প্রথমোক্ত ( আকায়েদ) সর্বাধিক গুরুত্বপূর্ণ ৷ কেননা, আকায়েদের ভিত্তিতেই অবশিষ্ট বিষয়াদির মূল্যায়ন - অবমূল্যায়ন হয়ে থাকে ৷ আকায়েদের ঐক্য এবং অনৈক্যের পরিপ্রেক্ষিতে মুসলিম - অমুলিম, হকপন্থী ও বাতিলপন্থী পরিচয় নির্ধারিত হয় ৷ ইসলামের প্রথম যুগে মানুষ আকীদা এবং আমলের ক্ষেত্রে ঐক্যগত অবস্হানে থাকলেও পরবর্তীতে বিভিন্ন কারণে তারা আকীদা ও আমলগতভাবে বিভক্ত হয়ে পড়ে ৷ মুসলিম - অমুসলিম বিভক্তিতো বটেই, স্বয়ং মুসলমানদের মধ্যেও দেখা দেয় চরম বিভক্তি, সৃষ্টি হয় বহু ধরনেৱ দল - উপদল ৷ তাদের পারস্পরিক যুক্তি - প্রমাণ ও তর্ক- বিতর্ক কেবল সরলপ্রাণ মুসলমানদের জন্যই নয় অনেক জ্ঞানীগুণীর জন্যও সঠিক পথ অনুধাবনে ব্যাঘাত ও বিচ্যুতির কারণ হয়ে দাঁড়ায় ৷ ইত্যবসরে ইসলাম ওমুসলিম বিদ্বেষী সুযোগ সন্ধানী মহল স্বীয় ষড়যন্ত্রের জাল বিস্তার করতে সক্ষম হয় ৷ তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলমান গোমরাহীতে বরং ধর্মহীনতার ছোবলে আক্রান্ত হয়েছে এবং হচ্ছে ৷হচ্চে লান্ঞ্ছিত, বন্ঞ্চিত এবং চরম অপদস্ত ৷ কিন্তু ইসলাম তার স্বীয অস্তিত্ব নিয়ে সুদৃঢ়ভাবেই এগিয়ে চলছে এবং চলতে থাকবে ৷ এর মূল কারণ হল আল্লাহ পাকের ইচ্ছা এবং ইসলামকে হেফাজতের প্রতিশ্রুতি ৷ এই ইচ্ছা ও প্রতিশ্রুতির প্রতিফলনে ইসলাম সম্পর্কো বিজ্ঞ মনীষীগণ সর্বযুগেই তাজদীদ তথা পরিশুদ্ধি অভিযানের মাধ্যমে ইসলামের প্রকৃত বিষয়াদিকে সুসংরক্ষণ ও সুসম্প্রসারণের দায়িত্ব আন্ঞ্জাম দিয়ে আসছেন ৷ কেবল রয়ান, বিবৃতি ও প্রতিবাদের মাধ্যমেই নয় বরং রচনা, লেখা এবং যুক্তি - তর্ক ও অকাট্য প্রমাণাদি পেশ করার মাধ্যমেও তারা সর্বযুগে অব্যাহত অবদান রেখে আসছেন ৷ঠিক তেমনি বক্ষমান কিতাবটিও যুক্তি - তর্ক ও অকাট্য প্রমাণাদির মাধ্যমে রচনা করা হয়েছে ৷ যা অধ্যায়ন না করলে অনুধাবন করা যাবে না ৷ ইসলামে আকীদা - বিশ্বাস সহীহ করা ও সহীহ রাখার গুরুত্ব অপরিসীম ৷ যাদের আকীদা - বিশ্বাস সহীহ, তাঁরাি হকপন্থী পক্ষান্তরে যাদের আকীদা - বিশ্বাস সহীহ নয়, তারা বাতিল বা ভ্রান্ত সম্প্রদায় ৷ আর যারা হকপন্থী, তাঁরা জান্নাতী ৷ পক্ষান্তরে যারা হকপন্থী নয়, তারা জাহান্নামী ৷রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর নিম্নোক্ত হাদীসে হকপন্থী ও বাতিলপন্থীদের সম্পর্কে এরূপ তথ্য প্রদান করে বলা হয়েছে, تفرقت اليهود علي احدي وسبعين فرقة او اثنتين و سبعين فرقة والنصاري مثل ذلك وتفترق امتي علي ثلاث وسبعين فرقة وفي رواية كلهم في النار الا واحدة. قالوا: من هي يا رسول الله ؟ قال : ما انا عليه واصحابي. ( رواه الترمذي) অর্থাৎ, ইয়াহুদীরা একাত্তর / বাহাত্তর দলে বিভিক্ত হয়েছিল ৷ এমনিভাবে নাসারাগণও ৷ আমার উম্মত তিহাত্তর দলে বিভক্তি হবে ৷ তার মধ্যে একদল ব্যতীত আর সকলে জাহান্নামে যাবে ৷ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ( জাহান্নামো না যাওয়া অর্থাৎ, জান্নাতী) সেই দলটি কারা? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জওয়াবে বললেন, তাঁরা হল ঐ দল, যারা আমার ও আমার সাহাবীদের মত ও পথের অনুসারী ৷( তিরমিযী) এ হাদীসে হকপন্থী তথা মুক্তিপ্রাপ্ত ও জান্নাতী দলের পরিচয়ে বলা হয়েছে, ماانا عليه واصحابي ـঅর্থাৎ " যারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীদের মত ও পথে থাকবে ৷ পরিভাষায় এদেরকে বলা হয় " আহলুস সুন্নাত ওয়াল জামাআত" ৷ এই " আহলুস সুন্নাত ওয়াল জামাআত " বহির্ভূত যাবতীয় দল হল বাতিল সম্প্রদায়ভুক্ত ৷ সুতরাং হকপন্থী ও জান্নাতী দলের অন্তর্ভুক্ত হওয়া ও থাকার জন্য যেমন ইসলামের সহীহ আকীদা - বিশ্বাস তথা " আহলুস সুন্নাত ওয়াল জামাআত " - এর আকীদা - বিশ্বাস সম্পর্কে অবগতি লাভ করা ও তার অনুসারী হওয়া প্রয়োজন, তেমনি বাতিল সম্প্রদায়ের আকীদা - বিশ্বাস সম্পর্কে অবগতি লাভপূর্বক তা থেকে বিরত থাকাও প্রয়োজনীয় ৷ এই প্রয়োজনকে সামনে রেখেই " ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ " নামক বক্ষমান গ্রন্থখানি রচনা করা হয়েছে ৷ এ গ্রন্থে কুরআন - হাদীসের দলীল - প্রমাণসহ " আহলুস সুন্নাত ওয়াল জামাআত " এর সহীহ আকীদা - বিশ্বাস বর্ণনা করার পাশা- পাশি বিভিন্ন প্রসিদ্ধ বাতিল সম্প্রদায়ের আকীদা - বিশ্বাস এবং বিভিন্ন প্রসিদ্ধ ভ্রান্ত মতবাদের চিন্তাধারাগুলো তুলে ধরে কুরআন - হাদীসের আলোকে সেগুলোর খণ্ডনও পেশ করা হয়েছে ৷
এ গ্রন্থ সম্বন্ধে কিছু কথা ---------ঃ " ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ " নামক গ্রন্থখানি দুই খণ্ডে সমাপ্ত ৷ প্রথম খণ্ডে আকাইদ ও তার আনুষাঈিক শাস্ত্র -- ইলমে কালাম সম্বন্ধে এবং দ্বিতীয় খণ্ডে বাতিল ফিরকা বা ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলোচনা - পর্যালোচনা পেশ করা হয়েছে ৷ এ গ্রন্থের বিষয়বস্তু নিম্মরূপ ------: 1 ় ইসলামের যাবতীয় সহীহ আকীদা- বিশ্বাস সম্বন্ধে বিস্তারিত বিবরণ রয়েছে ৷ 2 ় আধুনিক যুগে সৃষ্ট যে সব বিষয়ের আকীদা সম্বন্ধে প্রাচীন আকাইদের কিতাবে বিবরণ পাওয়া যায় না, এ গ্রন্থে সেসব বিষয়ের আকীদার বিবরণ সন্নিবেশিত করা হয়েছে ৷ 3 ় আকাইদ বিষয়ক আলোচনা ইলমে কালামের অন্তর্ভুক্ত হওয়ায় ইলমে কালাম সম্পর্কে প্রাসঈিক কিছু তথ্য - উপাত্য তুলে ধরা হয়েছে ৷ 4 ় দেশী- বিদেশী ও নতুন - পুরাতন সব ধরনের প্রসিদ্ধ বাতিল ফিরকার আকীদা - বিশ্বাস ও চিন্তাধারা সম্পর্কে আলোচনা পূর্বক কুরআন - হাদীসের আলোকে তার খণ্ডন পেশ করা হয়েছে ৷ 5 ় রাজনৈতিক, অর্থনৈতিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও আধ্যাত্নিক সব ধরনের বাতিল আকীদা ও মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে ৷ 6 ় দেশীয় বিভিন্ন বাতিল এবং ভণ্ড পীরের ভ্রান্ত মতবাদ ও ধ্যান - ধারণা সম্বন্ধে আলোচনা করা হয়েছে ৷ 7 ় ইয়াহুদী, খৃষ্টান, বৌদ্ধ, হিন্দু, জৈন, শিখ প্রভৃতি বিভিন্ন ধর্ম ও ধর্মীয় গ্রন্ত সম্বন্ধে পর্যালোচনা ও তুলনামূলক আলোচনা - পর্যালোচনা পেশ করা হয়েছে ৷ 8 ় বর্ণনাভংগি ভাষার সমাহার ও সাহিত্যের চাণক্য থেকে মুক্ত সহজ এবং সাবলীল রাখা হয়েছে ৷ যাতে পাঠকদের মেধা ভাষা ও সাহিত্যের বেড়াজালে পড়ে মূল তথ্য - উপাত্য থেকে বিচ্যুতি হয়ে না পড়ে ৷ সুতরাং সঠিক আকীদা সম্পর্কে জানতে এবং ভ্রান্ত আকীদা সম্পর্কে অবগতি লাভ পূর্বক তা থেকে বাচঁতে ও তাদের দাত ভাংগা জওয়াব দিতে সহায়ক হবে ৷ তাই জ্ঞান পিপাসু পাঠক বৃন্দদের এই মূল্যবান গ্রন্থটি অধ্যায়ন করা খুবই ফলপ্রসু হবে ৷
• ডাউনলোড

0 Comments