মহাপ্রলয় - ড.আবদুর রহমান আল আরিফি


একদিন এই মহাবিশ্ব ধ্বংস হবে। কিয়ামত সংঘটিত হবে। এটি একটি অবশ্যম্ভাবী বিষয়। কেননা প্রিয়নবী হযরত মুহাম্মদ (স:) প্রায় চৌদ্দশত বছর পূর্বেই কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে বলেছেন। রাসূল (স:) এক কিয়ামত সম্পর্কিত সেসব বাণীগুলোরি এক অনবদ্য সংকলন এই "মহাপ্রলয়"। বইটি লিখেছেন বর্তমান সময়ের প্রখ্যাত লেখক আব্দুর রহমান আরিফী।

.

➤ সার-সংক্ষেপঃ-

বইয়ের শুরুতে লেখক কেয়ামতের নিদর্শনাবলী নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা ও এ সম্পর্কে গবেষণার জন্য তিনটি মূলনীতির কথা উল্লেখ করেছেন। এরপর লেখক বইটি দুটি অধ্যায়ে বিভক্ত কেয়ামতের নিদর্শন গুলো সম্পর্কে আলোচনা করেছেন। যথা-


* প্রথম অধ্যায় - ক্ষুদ্রতম নিদর্শনঃ-

এ অধ্যায়ে লেখক কেয়ামতের ১৩১টি ক্ষুদ্র নিদর্শন নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে কিছু ক্ষুদ্রতম নিদর্শন হলো - রেশমি কাপড়ের ব্যাপক ব্যবহার, নির্বোধদের নেতৃত্ব প্রদান, মুসলমানদের কনস্টান্টিনোপোল বিজয়, ইমাম মাহদীর আগমন ইত্যাদি।


* দ্বিতীয় অধ্যায়- বৃহত্তম নিদর্শনসমূহঃ-

এ অধ্যায়ে লেখক আব্দুর রহমান আরিফী কিয়ামতের পূর্বে বৃহত্তম ১০টি আলামত সম্পর্কে আলোচনা করেছেন। আলামতগুলো হলো-

১। ধোয়া

২। দাজ্জাল

৩। অদ্ভুত প্রাণী

৪। পশ্চিম দিগন্তে সূর্যোদয়

৫। ঈসা (আ:) এর পৃথিবীতে আগমন

৬। ইয়াজুজ-মাজুজের উদ্ভব

৭। প্রাচ্যে ভূমিধ্বস

৮। পাশ্চাত্যে ভূমিধ্বস

৯।আরব উপদ্বীপে ভূমিধ্বস

১০। ইয়েমেন থেকে হাশরের ময়দানের দিকে তাড়নাকারী অগ্নি।

.

➤ বইটির কিছু বৈশিষ্ট্যঃ-

১। সকলের বুঝার উপযোগী করে লেখা হয়েছে।

২। সম্পূর্ণ বইটি কালার প্রিন্ট।

৩। কিয়ামতের আলামত সম্পর্কে বাস্তব উদাহরণ দেয়ার মাধ্যমে অত্যন্ত সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে।

৪। বইতে কেয়ামত সম্পর্কে কেবলমাত্র বিশুদ্ধ বর্ণনা গুলোই স্থান পেয়েছে।

৫। প্রত্যেকটি আলামত বর্ণনার সময় সেগুলোর কোথাও বাস্তবিক আবার কোথাও কাল্পনিক ছবির মাধ্যমে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

.

➤ ব্যক্তিগত অনূভুতিঃ-

বইটি পড়ার পর কেয়ামত সম্পর্কে এটি একটি প্রামাণ্য গ্রন্থ বলে মনে হয়েছে। বইয়ের কেয়ামত সম্পর্কে সহজ সরল বর্ণনা পড়ে যেকোনো পাঠক মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস। যারা কেয়ামত সম্পর্কে জানতে আগ্রহী এবং সহজ সাবলীল ও তথ্যমূলক বই পড়তে চান তারা এই বইটি একবার হলেও পড়ুন।


• ডাউনলোড

Post a Comment

0 Comments