১২ টি দেশের সাথে সরাসরি ফ্লাইট চালু কুয়েতে

 M



করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে কুয়েত। 


কুয়েতের মন্ত্রিসভার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বৃহস্পতিবার থেকে বসনিয়া-হার্জেগোভিনা, ইংল্যান্ড, স্পেন, আমেরিকা, হল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইট চালু করবে কুয়েত।


স্থানীয় নাগরিক, তাদের নিকটাত্মীয় এবং গৃহকর্মীদের স্থল ও সমুদ্র বন্দর দিয়ে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


নির্দেশনায় বলা হয়েছে, কুয়েতে ভ্রমণ করতে হলে কুয়েত সরকার অনুমোদিত দুই ডোজের ফাইজার, অ্যাস্ট্রেজেনেকার, মডার্না অথবা এক ডোজের জনসনের ভ্যাকসিন নিতে হবে।


ভ্যাকসিন নেওয়ার পর ক্রেতারা ৬ হাজার বর্গমিটারের শপিংমলে প্রবেশের অনুমতি পাবেন। 


এদিকে কুয়েতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, আগামী ১ আগস্ট থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চালু করছে।তবে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। স্থানৗয় ট্রাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি করতে পারছে না।


এম্বাসেডর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সির জেনারেল ম্যানেজার শাহ আলম জানান, তারা কুয়েতের সিভিল এভিয়েশন থেকে অনুমতি পাননি। সেজন্য তারা টিকেট ইস্যু করতে পারছেন না। 


বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালুর সঠিক তথ্য পেলে কুয়েতে আসার জন্য টিকিট কাটার পরামর্শ দেন তিনি। 

Post a Comment

0 Comments