৯ দেশের সঙ্গে ফ্লাইট বাতিল কাতারের

 



করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকার ৯ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে কুয়েত। 


২৮ নভেম্বর হতে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আর আগে শনিবার সিভিল অ্যাভিয়েশনের কুয়েত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কার্গো বিমান ব্যাতিত দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসোথো, এসওয়াতিনি, জাম্বিয়া এবং মালাউইয়ের সাথে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করেছে কুয়েত।


প্রশাসন কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এক বিবৃতির বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস ও আল কাবাসসহ একাধিক গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।


উক্ত দেশ গুলো থেকে আগত স্থানীয় নাগরিকদের তাদের ৭দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও প্রবাসীরা নিষিদ্ধ নয় এমন দেশে ১৪ দিন অবস্থানের পর কুয়েতে প্রবেশ করতে পারবে। 


আসার পূর্বে পিসিআর আনতে হবে এবং নিদিষ্ট সময় শেষে পিসিআর পরীক্ষা করা হবে। স্থানীয় নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলত পরামর্শ দেওয়া হয়েছে। 

Post a Comment

0 Comments