কারাগার থেকে বলছি - আল্লামা মামুনুল হক


 

কারাগার থেকে বলছি - আল্লামা মামুনুল হক


"মুমিনের জীবন জেলখানার ন্যায়" বলেই আমরা জানি৷ দুনিয়ার মাঝে চলা অশালীন কর্মকান্ড, অনৈতিক কর্মকান্ড, ইসলামে নিষিদ্ধ কর্মকান্ডের মাঝে আমাদের জীবনযাপন করতে হয়৷ আর এ কারনেই একজন মুমিনকে তাই নিজেকে হেফাজত করে, সংযত রেখে, চারিপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে তারই মাঝে প্রতিনিয়ত বসবাস করে যেতে হয়৷


এরপরেও নানাবিধ কারনে চোখ উচুঁ করে, অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে বন্দী হতে হয় সত্যিকারের জেলখানায়! তেমনই এক জেলখানায় বন্দি জীবন যাপনের কথাগুলো উঠে এসেছে বাংলার জনপ্রিয় মুফতি, মরহুম আল্লামা শাইখ আযিযুল ইসলাম (রহঃ) এর ছেলে, আল্লামা মামুনুল হক সাহেবের লেখনীতে৷


একজন জনপ্রিয় আলেম, একজন দায়ির জেলখানার জীবন ও পারিপার্শ্বিক পরিস্থিতি সুনিপুনভাবে ফুটে উঠেছে এতে৷


কেন কারাবরণ ? কিভাবে বন্দি ? কারাগারের সঙ্গীদের আচরণ, পুলিশের আচরণ ও কারাবস্থায় জানা সত্যগুলো একত্রে তুলে এনেছেন এ বইটিতে৷


"জেলখানা থেকে বলছি" বইটি পড়বার সময় পাঠক নিজেকে মনে করবেন লেখকের স্থলে৷ আপন চোখ দিয়ে প্রতিটি দৃশ্য দেখার, আপন অন্তর দিয়ে উপলব্ধি করার অনুভূতি অনুভূত হবে৷


কারাগারের কয়েকদিদের কষ্টের জীবনের প্রতিচ্ছবির, কারাগারে থেকে কতটা অসহায় জীবন যাপন করতে হয় অনেককে, কতজনের পরিবার আর যোগাযোগ রাখেনা, তা কষ্ট কলমে আল্লামা মামুনুল হক তুলে ধরেছেন৷


তার সাথে জেলখানার কয়েদিদের আচরণ, জেলার ও জেলপুলিশদের আচরণ ইত্যাদি বিষয়ও তুলে এনেছেন তিনি৷


কেবল মামুনুল হক সাহেবের শুভাকাংখী বা অনুসরণকারীদের জন্যই কেবল নয়; বরং প্রতিটি অনুসন্ধানী মন এ বইটি পড়ে অনেক বিষয় সম্পর্কে অবগত হবেন৷


মানবসৃষ্ট দুনিয়ার জেলখানার পরিচয়, গতিপ্রকৃতি এক মলাটে পেয়ে যাবেন এখানেই! 



বইটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন ]

Post a Comment

0 Comments