গল্পের ক্যানভাসে আঁকা জীবন pdf download | মুহাম্মদ আতিক উল্লাহ

 



শাইখ আতিক উল্লাহ বর্তমান সময়ের পরিচিত ও জনপ্রিয় নাম। লেখক হিসেবে ইসলামিক কমিউনিটিতে সুনাম কুড়িয়েছেন। তার লিখিত গ্রন্থগুলো যুবক শ্রেণীর মাঝে ব্যাপক জনপ্রিয়। তার অনেকগুলো বইয়ের মাঝে গল্পের ক্যানভাসে আঁকা জীবন অন্যতম। 


লেখক এই বইটিতে ছোট ছোট গল্পের সমন্বয়ে ভিন্ন দেশ আর সংস্কৃতির গল্প গুলো নিজস্ব ভাষা আর সংস্কৃতির সাথে মিলিয়ে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। এমন অনেক গল্প আছে যা পড়লে আমরা বর্তমানের সাথে মিল খুঁজে পাবো। সমাজে জীবনে যাপন করতে আমাদের জন্য সুদূরপ্রারী ও উপকারী হবে। 


আমাদের জীবনের ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিলে বড় ভুল গুলো এড়িয়ে চলা আমাদের জন্য সহজ হয়। দশজনের মতামত আর পছন্দকে গুরুত্ব দিতে গেলে নিজের ব্যাক্তিত্বের অস্তিত্ব বিলিন হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। জীবনের এমনও কিছু গল্প আছে যা বাস্তবতাকেও হার মানায়। আমাদের জীবন হলো বহমান নদীর মতো, এপার ভাঙে ওপার গড়ে। তবুও জীবনের গতিপথ না থামিয়ে জীবনকে আপন মহিমায় চলতে দেওয়ার নামই জীবন।


বইটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন ]





Post a Comment

0 Comments