ইসলামের প্রচার প্রসারে ভিন্নমাত্রা আসার পর থেকে নবব চিকিৎসা পদ্ধতি হিসেবে বহুল আলোচিত হচ্ছে রুকইয়াহ । জ্বীন, জাদুটোনা, বান এ জাতীয় সমস্যার চিকিৎসা বলা হয় একে ।
রুকইয়াহ কী?
রুকইয়ার বিধানঃ রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রুকইয়াতে যদি শিরক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই।” (সহীহ মুসলিম, হাদিস নং ৫৫৪৪)
মুখতাসার রুকইয়াহ বইটি মূলত কী ? কাদের জন্য এই বই ?
মুখতাসার রুকইয়াহ ছোট্ট এক মলাটে সংক্ষেপে রুকইয়াহ শরিয়াহ বিষয়ে প্রায় সব বিষয়ের আলোচনা ও চিকিৎসা পদ্ধতির বর্ণনা। মূলত এ বইটি হচ্ছে –
– যারা জিন, জাদু, নজর ও ঝাড়ফুঁকের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে জানতে চান।
– যারা অল্প কথায় রুকইয়ার পুরো বিষয়টা নিয়ে ধারণা পেতে চান।
– যারা রুকইয়াহ বিষয়ক বড় কোনো বই অথবা দীর্ঘ প্রবন্ধ পড়ার ধৈর্য রাখেন না।
– যারা প্রতিদিন আমলের জন্য রুকইয়ার আয়াত এবং মাসনুন দোয়ার ছোট্ট একটি সংকলন হাতের কাছে রাখতে চান।
– এছাড়া আপনার পরিচিত যাদের রুকইয়াহ বিষয়ে ধারণা নেই, বিপদে পড়লেই জাদুকর-তান্ত্রিকের কাছে ছুটে যায়, নিজের অজান্তেই ঈমানের ক্ষতি করে, তাদেরকে দাওয়াত দেয়ার জন্য এটি চমৎকার একটি বই হতে পারে।
বইটি ডাউনলোড করুন
0 Comments