বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি pdf download

 



একজন যুবক বা যুবতী যখন গুনাহমুক্ত জীবন গডার সিদ্ধান্ত নেয়, তখন দ্রুতই সে বুঝতে পারে, বিয়ে ছারা এই সমাজে গুনাহমুক্ত থাকা অসম্ভব-প্রায়৷ হাজারো তওবা আর গুনাহত্যাগের প্রতিজ্ঞাকে বারবার বাতিল হয়ে যেতে দেখে তার অসহ্য লাগে৷ প্রতিটি সকাল-সন্ধ্যা-রাত এই অনুভূতি তীব্র থেকে তীব্রতর হয়— ঈমানের উপর টিকে থাকতে বিয়ে করতেই হবে৷ তার এই চিন্তা প্রসংশনীয় নিঃসন্দেহে৷ 


কিন্তু এই নেক চিন্তাটা অনেকসময় ভুল পথে মোড নেয়৷ বিয়ের আগ্রহ রূপ নেয় ফ্যান্টাসীতে৷ এটা একটা সমস্যা৷ এই ফ্যান্টাসি যার মাথায় ঢুকে যায় তার দিন রাত এক হয়ে যায় বিয়ের চিন্তায়৷ অবিবেচকের মতন নানান অবাস্তব চিন্তা, স্বপ্ন মাথায় ঘোরপাক খেতে থাকে৷ বিয়ে নিয়ে অলীক আশা ভরসাও কাজ করতে থাকে, যার সাথে বাস্তবতার মিল নেই৷ 


বিয়ের জন্য কিছু পূর্ব প্রস্তুতি প্রয়োজন৷ বিয়েতে যেমন অনেক প্রাপ্তি আছে, তেমনই আছে অনেক দায়িত্ব ও কর্তব্য; যা পালনের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক মধুর হয়৷ আবার বিপরীত দিকে এ দায়িত্ব পালন না করায় সুখ-স্বপ্নে বিভোর হাজারো সংসার অল্প কিছুদিনের মাঝেই ছিন্নভিন্ন হয়ে যায়৷ বিয়ের আগে সেই পূর্ব প্রস্তুতিরই পাঠ৷ আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল, বাস্তববাদী ও প্রোডাক্টিভ একটা প্রজন্ম গডে তুলতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ৷ 


বইটি ডাউনলোড করতে 

লিংক ১ | লিংক ২ ]

একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা



Post a Comment

0 Comments