"আন্দালুস" ছোট্ট একটি শব্দ কিন্তু একে যিনি জানেন এর ইতিহাস যে জানেন ছোট্ট এই শব্দ তার হৃদয়ে সৃষ্টি করে আন্দোলিত তরঙ্গমালা, আনন্দ ও বেদনার যুগপৎ অনুভূতি।
অতীত পৃথিবীতে একটি সুদীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, যখন আন্দালুস শব্দটি প্রতিটি মুসলিমের কর্ণকুহরে মধুর ঝংকার সৃষ্টি করতো; যখন আন্দালুস শব্দটি অবিশ্বাসীদের অন্তরে সমীহ সৃষ্টি করত। আন্দালুস ছিলো ইসলামী শৌর্য-বীর্যের আঁধার! আন্দালুস ছিলো সভ্যতা ও সংস্কৃতির সূতিকাগার। আন্দালুস ছিলো খেলাফতে ইসলামিয়ার কেন্দ্রভূমি এবং আন্দালুস ছিলো ইউরোপের বুকে একখন্ড ইসলাম-ভূমি।
আন্দালুস একসময় ছিলো মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র। জ্ঞানে-বিজ্ঞানে, শিক্ষা-সংস্কৃতি, আবিষ্কার-উদ্ভাবনসহ সভ্যতার বিচিত্র সব অঙ্গনে মুসলিম আন্দালুসের অবদান এত বেশি যে , সভ্যতা ও পৃথিবী মুসলিম আন্দালুসের কাছে চিরঋণী হয়ে আছে।
সেই আন্দালুস কিভাবে আমাদের হয়েছিলো এবং কিভাবে হয়েছিলো হাতছাড়া; কী কী কার্যকরণ সক্রিয় ছিল বিজয়ের ক্ষেত্রে এবং পতনের ক্ষেত্রে, একজন মুসলমান সে ইতিহাস জানবেনা তাও কি মেনে নেয়া যায়?
বইটি ডাউনলোড করুন
প্রথম খন্ড
দ্বিতীয় খন্ড
একটি লিংক কাজ না করলে অপরটি কাজ করবে
0 Comments