রাগিব সারজানী এই বইটি মাত্র দুই সপ্তাহের ভেতর রচনা করেছেন। তিউনিসিয়ার বিপ্লবের ফলাফল কি হতে পারে এবং অন্যান্য দেশে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কিভাবে বিপ্লব ছড়িয়ে যেতে পারে তার বর্ণনা তিনি দিয়েছেন।
বইটি লেখার এক যুগ পর এখন দেখা যাচ্ছে যে, আরব বিশ্বের বিপ্লবের ফলাফলের ব্যাপারে তিনি যে ভবিষ্যৎ বাণী করেছেন তা মিলে যাচ্ছে। তিনি নিজ দেশ মিসরে বিপ্লব আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিপ্লবের ফসল ইসলামী আন্দোলনের কর্মীরা ঘরে তুলতে পারবেনা আর পারলেও বেশিদিন ধরে রাখতে পারবেনা। মিসরে তো তাই ঘটেছে!
বইটির এক অধ্যায় লেখক দেখিয়েছেন, স্বৈরাচারী শাসকেরা মুসলমানদের জাতিসত্তা ও পরিচয় ধ্বংস করতে চাইলে প্রথমে তাদের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়। এতে সফল হলে তাদের সামনে পরবর্তী পথ সুগম হয়ে উঠে। তারা ইসলামী নিদর্শনসমূহের উপর আঘাত হানে।
উক্ত বইটি আমাদের ভাবনার ও জানার জগতে বিশাল পরিবর্ত আনয়নে সক্ষম। জ্ঞানপিপাসু ও সচেতন ব্যাক্তি মাত্রই এর থেকে অশেষ উপকৃত হতে পারবেন।
বইটির পিডিএফ লিংক
একটি গুগল ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা!
0 Comments