রামাদ্বান প্ল্যানার pdf download | আস সুন্নাহ ফাউন্ডেশন

 



মহিমান্বিত মাস রামাদ্বানকে ফলপ্রসূ করতে রামাদ্বান প্ল্যানার তৈরি করা হয়েছে। এক্ষেত্রে পাঠকদের মনে রাখতে হবে, এটি কোরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত কোন ফর্মূলা নয়। 

প্ল্যানারটিতে বেশ কয়েকটি অংশ রয়েছে। যথা: দিনের আয়াত, দিনের হাদিস,  দিনের দুয়া, দৈনিক চেকলিস্ট। এছাড়াও রয়েছে আল্লাহর গুণবাচক নাম ও প্রতিদিনের কাজ। 

রামাদ্বান প্ল্যানার এ মাসকে এবাদত বন্দিগতে পরিপূর্ণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। ব্যাক্তির আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করছে এই রামাদ্বান প্ল্যানার কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে। 

আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত উক্ত বইটি মূলত শাইখ আহমাদুল্লাহ কর্তৃক রচিত বলেই আমাদের জানা। বর্তমান সময়ের আলোচিত এই আলেম বেশ দক্ষতার সাথেই তার দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছেন। 

আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আরও নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে মহিমান্বিত এই রমজান মাসকে ঘিরে। বিশেষত ইফতার বিতরণ কার্যক্রমের আওতায় দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের রামাদ্বান মাসে রোজা বা সাওম পালনের সুবিধার্তে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। 


বইটির পিডিএফ লিংক 

লিংক ১ | লিংক ২ ]

একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা

Post a Comment

0 Comments