থিংক অ্যান্ড গ্রো রিচ বাংলা pdf download | নেপোলিয়ন হিল

 



সাফল্য অর্জন পুরোপুরিভাবে নির্ভর করে প্রস্তুতির উপর। একজনের প্রস্তুতি যত ভালো এবং উপযুক্ত তিনি তত ভালোভাবে সাফল্য অর্জন করতে পারেন। প্রস্তুতির জন্য দরকার তথ্য। নিজের সম্বন্ধে এবং আপনি যে কাজ করতে আগ্রহী সেই কাজ সম্বন্ধে। আপনার প্রস্তুতিকে সম্পন্ন করতে সহায়তা করতে পারে একটি বই ‘থিংক এন্ড গ্রো রিচ’। যেমনটা এটা আমাকে সহায়তা করেছে আমার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য গঠনে এবং তদানুযায়ী কাজ করার আকাঙ্ক্ষা তৈরী করতে। ‘থিংক এন্ড গ্রো রিচ’ বইয়ে সাফল্য দর্শনে সাফল্য অর্জনের জন্য তেরোটি সূত্র এবং ব্যর্থতার কারণ রূপে ত্রিশটি কারণসমূহ দেখানো হয়েছে।

সাফল্য অর্জনের জন্য তেরোটি সূত্র হচ্ছে :

১। আকাঙ্ক্ষা।

২। আস্থা।

৩। স্ব-পরামর্শ।

৪। বিশিষ্ট জ্ঞান।

৫। কল্পনা।

৬। সংগঠিত পরিকল্পনা।

৭। সিদ্ধান্ত।

৮। অধ্যবসায়।

৯। ঐক্য মনের ক্ষমতা।

১০। যৌন শক্তি রূপান্তরের রহস্য।

১১। অবচেতন মন।

১২। মস্তিষ্ক।

১৩। ষষ্ঠ ইন্দ্রিয়।

ব্যর্থতার কারণ রূপে ত্রিশটি কারণসমূহের মধ্যে হচ্ছে :

১। প্রতিকূল জন্মগত অবস্থা।

২। জীবনে একটি উত্তমভাবে বর্ণিত উদ্দেশ্যের অভাব।

৩। মধ্যম অবস্থার উপরে লক্ষ্য নিতে উচ্চাশার অভাব।

৪। অপর্যাপ্ত শিক্ষা।

৫। আত্ম-শৃঙ্খলার অভাব।

৬। অসুস্থ স্বাস্থ্য।

৭। প্রতিকূল পরিবেশের প্রভাবগুলোর মধ্য দিয়ে চলাকালীন শৈশবকাল।

৮। দীর্ঘসূত্রিতা।

৯। অধ্যবসায়ের অভাব।

১০। নেতিবাচক ব্যক্তিত্ব।

এমন আরও কারণসমূহ যা আমাদের জীবনে ব্যর্থতার কারণ ঘটায়।

এখানে সাফল্য অর্জনের সূত্রগুলো দেওয়া হয়েছে এবং এই সূত্রগুলো কিভাবে একজন অর্জন করবে তা ধাপে ধাপে নির্দেশাবলীর মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ব্যর্থতার কারণসমূহ দ্বারা একজন তার নিজেকে পূর্ণরূপে চিনতে এবং বুঝতে পারবে যে তার কোন জায়গায় ত্রুটি রয়েছে এবং এই ত্রুটি কিভাবে সারিয়ে তুলে সাফল্যের প্রতি এগিয়ে যাবে। ‘থিংক এন্ড গ্রো রিচ’ বইটি আপনাকে পূর্ণরূপে নিজেকে চিনতে পারা এবং অন্যান্যদের চিনতে পারা ও তাদেরকে নিজের কাজে সহযোগিতা করা সম্বন্ধে পূর্ণ তথ্যগুলো দিবে। আশা করি আপনি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজের জীবনে সাফল্য অর্জন করবেন। তাই মিস না করে পড়ে ফেলুন।


বইটির পিডিএফ লিংক

লিংক ১ | লিংক ২ ]

একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা


Post a Comment

0 Comments