ব্যাংকব্যাবস্থা ও টাকার গোপন রহস্য pdf download | মোহাইমিন পাটোয়ারী

 


সমাজের কিংবা রাষ্ট্রের অর্থনীতির মূল চালিকাশক্তি সুদ নস্যাৎ করে দিতে পারে। বর্তমান সময়ে যদিও সুদের ভয়াবহতা ও আগ্রাসনের ব্যাপারে সবাই বোধগম্য নয় তথাপি সুদের আষ্টেপিষ্টে সবার নাকেই দড়ি পরানো। সমাজ কিংবা রাষ্ট্রকে দেওলিয়াত্বের দিকে কয়েকধাপ এগিয়ে রাখে সুদ। আর গোটাবিশ্বের সমস্ত ব্যাংকব্যবস্থাই সুদের উপর পরিচালিত হয়। তাই গোটাবিশ্বটাই সুদের আগ্রাসনের শিকার। 


ইসলামী দৃষ্টিকোণের বাইরেও সুদের ভয়াবহতা ও আগ্রাসন নিয়ে খুবই সহজ ভাষায় মোহাইমিন পাটোয়ারী লিখেছেন, 'ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য'। 


গল্পের স্বাদ নিতে নিতে জেনে যাবেন অর্থনীতির মত জটিল ও কুটিল বিষয়। আরও অবাক ও বিস্মিত হবেন ব্যাংকব্যবস্থার জালিয়াতি দেখে। সবচেয়ে আলোড়িত ও শিহরিত হবেন এটা ভেবে যে কীভাবে আপনিও এই ব্যবস্থার মধ্যে আটকে গিয়েছেন। 


মোহাইমিন পাটোয়ারীর স্বার্থকতা এখানেই যে- অর্থনীতির মত জটিল বিষয়কে গল্পচ্ছলে পরিবেশন করেছেন। শুরু করেছেন গল্প দিয়ে শেষও করেছেন গল্প দিয়ে। 


তাই আপনি যে স্তরের পাঠকই হন না কেন, গল্পের স্বাদ নিতে নিতে আপনিও ব্যাংকব্যবস্থার 'শুভঙ্করের ফাঁকি' ধরতে পারবেন আর শিহরিত হবেন!



বইটির পিডিএফ লিংক 

লিংক ১ | লিংক ২ ]

একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা

Post a Comment

0 Comments