পড়তে ভালোবাসি pdf download | ড. রাগিব সারজানি

পড়তে ভালোবাসি pdf download | ড. রাগিব সারজানি

 



বইটি উম্মতের সকলের জন্য সমান ভাবে গুরুত্বপূর্ণ। যারা পড়তে ভালোবাসেন,যারা পড়তে ইচ্ছুক কিন্তু কোন না কোন অদ্ভুদ কারনে কখনো পড়তে পারে না বা যারা পড়াকে তেমন একটা গুরুত্বই দেন না নিজের বিবেক-বুদ্ধি বা বোঝকে যথেষ্ট মনে করেন, সকলেই এই বই থেকে লাভবান হতে পারবেন বলে আমি বিশ্বাসী।

যারা পড়তে ভালোবাসেন, তাদেরকে বইটি একটি সুন্দর গাইডলাইন দিবে যাতে করে তাদের পড়াটা আরো সুশৃঙ্খল ও ফায়দাবান হয়, দুনিয়া-আখিরাত উভয় জায়গার জন্যে। যারা পড়তে ইচ্ছুক কিন্তু কোন কারনে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারছেন না, তাদেরকে পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার আলোচনা পড়তে আগ্রহ যোগাবে ও তার সাথে পদ্ধতিও বলে দেবে কিভাবে একে অভ্যাসে পরিণত করা যায়। আর বাকিদেরতো পড়ার সম্ভাবনাই অতি নগন্য কিন্তু এর পরেও যদি ভুলে ভুলে পড়তে বসে যান, হয়তোবা জীবনের বাক পরিবর্তন করে দিতে পারে মাত্র ৫৬ পৃষ্ঠার এই বইটি।



বইটির পিডিএফ লিংক 

লিংক ১ | লিংক ২ | লিংক ৩ ]

একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা

Post a Comment

0 Comments