ওসামার সাথে আমার জীবন pdf download

ওসামার সাথে আমার জীবন pdf download

 



নাসের আল বাহারি ১৯৭২ সালের সৌদি আরবের জেদ্দায় রেড সি পোর্টে জন্মগ্রহণ করেন। ওসামার পরিবারের মতন বাহারির পরিবারও ৬০'র দশকে ইয়েমেন থেকে সৌদি আরবে চলে এসেছিলো। 

দশ ভাই বোনের মধ্যে সবার বড় বাহারি ১৬ বছর বয়স থেকেই জিহাদী জিবন শুরু করে। আরবের আরও অন্য যুবকের মতনই বসনিয়া, সোমালিয়া হয়ে চলে আসেন আফগানিস্থানে। অতঃপর ওসামা বিন লাদেনের দেহরক্ষী হিসেবে নিয়োগ লাভ করেন। 

ড. রাগিব সারজানি সকল বই pdf

ওসামার দেহরক্ষী থাকলেও আল বাহারি শুরুতে আল কায়েদার সদস্য ছিলেন না। পরবর্তীতে আল কায়েদা নীতি নির্ধারকদের পর্যায়ের নেতাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে। নাইন ইলেভেনের পূর্ববর্তী সময়ে, ২০০১ সালে আটক হন তিনি। তখন তিনি তার পূর্বের জীবনের জন্য অনুতপ্ত হন ও অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেন FBI কে। বইটি লেখার সময় বাহারি ছিলেন ইয়েমেনের একজন টাক্সি ড্রাইভার। 

বাহারি ২৬ ডিসেম্বর ২০১৫ সালে মাত্র ৪৩ বছর বয়সে ইয়েমেনের আল মুকল্লামা নামক একটি এলাকার হাসপাতালে ইন্তেকাল করেন। 


বইটির পিডিএফ লিংক 

লিংক ১ | লিংক ২ | লিংক ৩ ]

একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা


Post a Comment

0 Comments