একবার এক ইহুদী মোহাম্মদ (ﷺ) এঁর আবাসস্থলে এসে রাত্রি যাপনের নিমিত্তে আশ্রয় প্রার্থনা করলে, নবীজী (ﷺ) সানন্দে এবং বিনা বাক্যব্যয়ে তাকে অনুমতি দিলেন,এবং যথাসম্ভব তাকে আপ্যায়ন করালেন। নিদ্রার বন্দোবস্ত স্বরূপ তাকে সবচাইতে ভালো বিছানা দিলেন। কিন্তু ইহুদী ব্যক্তির উদ্দেশ্য ছিলও ভিন্ন। সে মূলত মুহাম্মদ (ﷺ) কে শায়েস্তা করার জন্য তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছিলো। যাইহোক , রাত অধিক হলে সে ঘুমিয়ে পড়ে এবং ভোর রাতে জেগে উঠে মহানবীর (ﷺ) আবাস্থল-ত্যাগের প্রস্তুতি নিতে থাকে। তার অন্তরে ছিলও কুমতলব, সে বিছানার ওপর পশ্রাব-পায়খানা করে ভরিয়ে দেয়। তারপর দ্রুত বেরিয়ে পড়ে।
ইহুদী ব্যক্তি অনেক দূর পথ আসার পর হঠাৎ তার স্মরণে আসলো,তাড়াহুড়ো করে বের হতে যেয়ে তার অতীব প্রয়োজনীয় নিত্যসঙ্গী তলওয়ার ফেলে এসেছে। আর ঐ যুগে তলওয়ার ছাড়া ভ্রমণের কথা চিন্তাই করা যেতো না। উপায়ন্তর না দেখে অগত্যা লোকটি মহানবী (ﷺ) এঁর বাড়ির উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করলো। ভিতরে ভয়ের পাহাড় তার সমস্ত দেহের মধ্যে ঝাঁকুনির উদ্ভব ঘটাচ্ছে, না জানি মুহাম্মদ (ﷺ) বিছানা নোংরা করার জন্য তাকে কি শাস্তি দেন!
ইহুদী ব্যক্তি বাড়িতে উপস্থিত হয়ে লক্ষ করলো, মহানবী (ﷺ) ইতিঃমধ্যে নোংরা বিছানা পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন।হযরত মুহাম্মদ (ﷺ) হঠাৎ পেছন ফিরে তাকিয়ে ইহুদী ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখে, তৎক্ষণাৎ হাসি মুখে এবং ব্যাকুল হয়ে লোকটির নিকটবর্তী হয়ে বললেনঃ
❝না জানি এই নোংরা বিছানায় ঘুমাতে তোমার কতই না কষ্ট হয়েছে। তুমি আমাকে ডেকে দাওনি কেন, তাহলে তো তোমার জন্য নতুন বিছানার ব্যবস্থা করে দিতে পারতাম? আর এই নাও তোমার তোলওয়ার, তুমি ভুল করে ফেলে গিয়েছ, আমি যত্ন করে তুলে রেখেছি।❞
ইহুদী ব্যক্তি নবীজী (ﷺ) কে ঘায়েল করতে যেয়ে নিজেই ঘায়েল হলো। তারপক্ষে আর দাড়িয়ে থাকা সম্ভব হলোনা, সে বিস্ময়ে হতবাক, আবেগে আপ্লুত হয়ে মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (ﷺ) কে জড়িয়ে ধরল এবং বললঃ
❝আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াআশহাদু আন্না মহাম্মাদান আবদুহু ও রাসূলুহু।❞
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (ﷺ) আল্লাহর বান্দা এবং রাসূল।
বইটির পিডিএফ লিংক
একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা
0 Comments