ইসলামি খিলাফত সম্পর্কে এত ধোঁয়াশা, এত বিতর্ক কেন?
ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিটা মুসলিমের আকাঙ্ক্ষা হলেও এ নিয়ে প্রাথমিক ধারণাটুকুও আমাদের নেই। কেউ খিলাফতের সমালোচনা করছেন সেরেফ ইতিহাসের দৃষ্টিকোণ থেকে। কেউ ইসলামি রাষ্ট্রব্যবস্থাকে মূল্যায়ন ও পর্যালোচনা করছেন কেবল নুসুসী ও শাস্ত্রীয় আঙ্গিকে। অথচ ইতিহাস ও ইসলামি আইন, উভয়ের সমন্বয়ে ইসলামি রাষ্ট্রব্যবস্থাকে মূল্যায়ন করা হলে কমে যেত ইসলামি রাষ্ট্র সম্পর্কে জনমানুষের দৃষ্টিভঙ্গীর দূরত্ব। কেটে যেত অধিকাংশ দ্বিধা-সংশয়।
কালের সাক্ষী হয়ে বিশ্ব ইতিহাসের শক্তিশালী সুপার পাওয়ারকে পরাজিত করে ইতিহাস গড়েছে এ কালের ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ইমারত কেবল ইতিহাসই গড়েনি, বাস্তবায়ন করেছে ইসলামি আইনের ভিত্তিতে এক সফল ইসলামি রাষ্ট্রনীতি। যে ব্যাপারে আমরা স্বপ্ন দেখছি, আফগানরা ইতোমধ্যে সেই অধরা স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছে। ইসলামি রাষ্ট্র নিয়ে তাই আফগান বিচারপতির মূল্যায়ন ইতিহাস ও শাস্ত্রের নিত্তিতে উত্তীর্ণ।
খিলাফত নিয়ে যে কোনো সংশয় দূর করতে হলে আফগান বিচারপতি আবদুল হাকিম হক্কানির রচনা ও মূল্যায়ন-পাঠের বিকল্প নেই, এছাড়া ‘ইসলামি রাষ্ট্রব্যবস্থা’ বইটি অন্য কারও চেয়ে আপনাকে এগিয়ে রাখবে খিলাফত সম্পর্কিত যে কোনো আলোচনা-পর্যালোচনায়..
আমরা অনেকেই মনে করি ইসলামি রাষ্ট্রব্যবস্থা মানেই নানারকম বিধি-নিষেধ। খেলাফত মানেই ধর্মের নামে আইনের বেড়াজালে বাঁধা জীবন। এই কাজ করা যাবে না, সেই কাজ করা যাবে না ইত্যাদি। ব্যাপারটা আসলেই কি এমন? অথচ সত্য হলো, খেলাফত কী এবং কেন— রাষ্ট্রে খেলাফত ব্যবস্থা কায়েম হওয়া কতটুকু জরুরি, এ প্রশ্নের উত্তরগুলো জানলে আপনার চোখ খুলে যাবে। আপনি জানতে পারবেন খেলাফত ব্যবস্থার আইনে দেশ পরিচালিত হলে কীভাবে বদলে যেতে পারে সমাজ ও রাষ্ট্র। মানুষ ফিরে পাবে তার প্রাপ্য অধিকার।
মুসলিম হিসেবে প্রত্যেকেরই জানা থাকা উচিত ইসলামি শাসন ব্যবস্থার প্রকৃত রূপরেখা কী? ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূলনীতি বইটি আপনাকে এই প্রশ্নের উত্তরগুলোই দেবে।
বইটির পিডিএফ লিংক
একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা


0 Comments