বইয়ের নাম “ছাত্রদের বলছি”। বইটি নন্দিত আরবী কথাসাহিত্যিক ড. আলী তানতাবীর অনবদ্য রচনা “ইলাত তুল্লাব” এর বাংলা অনুবাদ। নন্দিত এই কথাসাহিত্যিক ১৯০৯ খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণ করেন। তার মতো করে দেওয়া উপদেশ আমি একজন ছাত্র হিসেবে আর দেখিনি। এককথায় বলব বইটি অসাধারণ ছিল। লেখকের কৃতজ্ঞতা স্বীকার করছি আমি।
ছাত্রদের বলছি সম্পর্কে বিস্তারিত
একজন ছাত্রের সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো তার পড়ালেখার পদক্ষেপগুলো সঠিক হওয়া এবং সে যে পথের মাধ্যমে সফিলতার চুড়ায় পৌছাতে চাচ্ছে তা ভুলমুক্ত হওয়া। অন্যথায় মাঝপথে তার সকল চেষ্টা ও শ্রম ব্যর্থতায় রূপান্তরিত হবে। ফলে তার কাংক্ষিত সাফল্য সে নাও পেতে পারে। তাই পড়ালেখায় উন্নতি করতে হলে প্রথমেই একজন ছাত্রকে সঠিক পথ বেছে নিতে হবে। আর সঠিক পথের জন্য অবশ্যই ভাল কারো কাছ থেকে উপদেশ নিতে হবে। একজন মুসলিম ছাত্রের জন্য যা যা উপদেশ দরকার তার প্রায় সব কিছুই বইটিতে আছে।
পরীক্ষা সম্পর্কে অনেক ভাল উপদেশ রয়েছে বইটিতে যা আমাদের দেশের ছাত্ররা জানেনা বললেই চলে। বর্তমান প্রেক্ষাপটে পড়াশোনা মানেই সবাই যা বুঝে তা হল, পরীক্ষায় ভাল করতে হলে রাত দিন পড়তে হবে। কিন্তু অনেকেই এই চিন্তা করেনা যে ছাত্র/ছাত্রী ত একজন মানুষ। একটি মানুষকে সুস্থ থাকার জন্য যে পরিমাণ বিশ্রাম দরকার, একজন ছাত্র/ছাত্রীর জন্যও ঠিক সে পরিমাণ বা তার চেয়ে কিছু বেশি দরকার।
পরীক্ষা মানেই বেশি বেশি রাত জেগে পড়তে হবে এটা আমাদের ছাত্রদের ধারণা। কিন্তু লেখক একজন পরীক্ষার্থীকে একজন প্রতিযোগি হিসেবে উল্লেখ করেছেন। একজন প্রতিযোগি যেমন তার প্রতিযোগিতায় ভাল করার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, খাবার ইত্যাদি গ্রহণ করে, একজন ছাত্রেরও ঠিক তাই করা উচিত।
আরেকটি বিষয় লেখক খুব জোর দিয়ে বলেছেন, তা হল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কারণ আল্লাহর চেয়ে উত্তম সাহায্যকারী দুনিয়াতে নেই, আখিরাতেও নেই। তাই সব কিছুতেই আল্লাহর বিধান অনুযায়ী চললে সফলতা আসবে ইনশাআল্লাহ।
বর্তমান যুগে আমরা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য কত রকম স্যারদের কাছে যাই তার হিসাব নেই। হ্যা, স্যাররা আমাদের ভাল করেই পড়ান। কিন্তু অনেক সময়ই দেখি স্যারের এত ভাল পড়ানোর পড়ও আমরা পরীক্ষায় ভাল করতে পারি না। এর কারণ হল আল্লাহর রহমত না থাকা। তাই লেখক বলেছেন, “চেষ্টা অব্যাহত রাখ এবং আল্লাহর তৌফিক কামনা কর” । কারণ তিনিই উত্তম সাহায্যকারী।
আমার পাঠ্যানুভূতি
➤ অনেকের অনেক রকম উপদেশই শুনেছি ও পড়েছি। কিন্তু আলী তানতাবীর মত এত ভাল উপদেশ কখনো পরিনি। বইটি পড়ে আমি নিজের পড়াশোনায় বৈচিত্র আনার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সফল করবেন এবং আমাকে সঠিক দ্বীনের সন্ধান দিবেন। যারা রিভিউটি পড়বেন, তাদেরকে বইটি পড়ার অনুরোধ রইল।
বইয়ের ভাললাগা অংশ
➤ ইমাম শাফেয়ী রহ. এর উস্তাদ ওয়াকী ইবনুল জাররাহ রহ. এর উপদেশ; ইমাম শাফেয়ী বলেন-
অভিযোগের পার্চা আমি দিলাম ওয়াকীর কাছে
সব ভুলে যাই যা পড়েছি, মন্দ স্মৃতির আঁচে।
সকল গুনাহ ছাড়তে তিনি দিলেন উপদেশ।
তবেই আমার স্মৃতিশক্তি হয়ে যাবে বেশ।
কারণ হল ইলম এটা রবের দেওয়া নূর।
রবের দেওয়া নূরের থেকে পাপী থাকে দুর।
➤ ‘বিসমিল্লাহ’ বলে পরীক্ষা শুরু করো।
➤ বলবে না, আমি সফল হয়েছি। বরং বলবে, আল্লাহ আমাকে সমর্থ্য দিয়েছেন।
➤ বলবে না, আমি সঠিক করেছি। বলবে, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন।
➤ বলবে না, আমিই অর্জন করেছি। বলবে, আল্লাহ আমায় রিজিক দিয়েছেন।
বিঃদ্রঃ মানুষ হিসেবে আমারো লেখায় ভাল ত্রুটি থাকতে পারে। আশা করি তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী।
মুহাম্মদ আল-আমিন
বইটির পিডিএফ লিংক
একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা
0 Comments