সহস্র গাণিতিক সূত্র pdf download | সৌমেন সাহা

সহস্র গাণিতিক সূত্র pdf download | সৌমেন সাহা

 




গণিত, সেই লেখাপড়া শুরু করার সময় থেকে যে শব্দটি আমাদের বেশিরভাগ ছাত্র ছাত্রীদের মনে ভীতি সঞ্চার করেছিল। ধীরে ধীরে যতটা বড় হতে থাকি, গণিতের নানা প্রয়োজন ও প্রয়োগ দেখে বুঝতে শিখি এর উপযোগিতা। 

একাডেমিক জীবনের পরে যাদের লক্ষ থাকে সরকারি চাকরি করার, তারা হন্যে হয়ে খুঁজে গণিতের বই। যে বই পড়লে সহজেই গণিতের নানান মার প্যাঁচ আয়ত্ত্ব করা যাবে। সমাধান করা যাবে কঠিন কঠিন সব ধাধা। 

সৌমেন সাহা লিখিত সহস্র গাণিতিক সূত্র বইটি তেমনই একটি বই। এ বই পড়ার মাধ্যমে গণিতের যত সূত্র রয়েছে সব জানা যাবে এক নিমিষে। এগিয়ে থাকা যাবে ব্যাংক, বিসিএস সহ সকল ধরনের চাকরির পরীক্ষায়। 

গণিতের সকল শাখার সকল সূত্রের উপস্থিতি রয়েছে এই বইটিতে। লেখক খুবই সুন্দরভাবে সাজিয়েছেন বইটি। মূল সূচিপত্র দেখে প্রয়োজনীয় সূত্রেও সাগরে হারিয়ে যাওয়া যাবে নিমিষেই।

সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে ও সকলের থেকে এগিয়ে থাকতে নিঃসন্দেহে এই বইটি সহায়ক ভূমিকা পালন করবে। আশা করবো এর মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তবেই আমাদের শ্রম সার্থক হবে। 


বইটির পিডিএফ লিংক


একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা

Post a Comment

0 Comments