আমি মেজর ডালিম বলছি pdf download | মেজর ডালিম

আমি মেজর ডালিম বলছি pdf download | মেজর ডালিম

 


নেট অফ থাকার কারণে একজনের সাজেস্ট করা মুজিবকে নিয়ে লিখা কয়েকটা নিষিদ্ধ পিডিএফ থেকে "আমি মেজর ডালিম বলছি " পিডিএফটা পড়ার চেষ্টা করি কারণ বঙ্গবন্ধুর অন্যতম খু'নি ছিলেন তিনি তাছাড়া কুমিল্লার বলেও আগ্ৰহের জন্য আগেই ধরি এটাই যদিও মন কিছুতেই বসছিল না কিন্তু যত আগাচ্ছিলাম তত যেন কাহিনী জানার জন্য তীব্র ইচ্ছে পোষণ করি। বইটা পড়ার সময় রাগ, ক্ষোভ প্রকাশ পেলেও সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি অনেক জায়গায় কেঁদেছি ও। এই বইটা না পড়লে জানতাম না, ছোট্ট থেকে যে মুজিবকে বিনম্র শ্রদ্ধা,সম্মান করেছি সে ঠিক কতটা নিকৃষ্ট ছিল🙂 যার মৃত্যুর জন্য তার হত্যাকারীদেরও ঘৃণা করেছি সে মুজিব কতটা স্বৈরাচারী ছিল! যে কিনা তার ভুল, অন্যায়ের প্রতিবাদ করায় হাজার হাজার মুক্তিযোদ্ধা মেরে ফেলেছিল! বাংলার মানুষদের উপর নিজের ক্ষমতাসীন দল গুলো দিয়ে কি পরিমান অত্যাচার নির্যাতন অ'বিচার করেছিল! এমনকি যে মুজিবের জন্য বাংলার মানুষ তাকে কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য দু'হাত তুলে আল্লাহর নিকট নামায পড়ে দোয়া করেছিল সেই মানুষ গুলোও তার অত্যাচার সইতে না পেরে তার পতনের কামনা+ অভিশাপ দিয়েছিল!

বাংলার মানুষ না খেতে পেয়ে মরছিল যখন তখন তিনি তার দুই পুত্রের বিয়ে মুকুটের আয়োজন করে দিয়েছিল! ওহ কারাগারে তিনি নিরাপত্তার জন্য ছিলেন দেশের জন্য নয়। তার উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের তথা বাংলাদেশের ক্ষমতা পাওয়া যার জন্য তিনি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন এমনকি তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার ঘোষণা অবধি দিতে চাননি কিন্তু ছাত্র জনতার তোপের মুখে দিতে বাধ্য হয়েছেন। ভারতের সাথে মিলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এগুলো পড়ার পর তার প্রতি সম্মান না থাকাটা কি অস্বাভাবিক কিছু? এমনকি স্বাধীনতার স্লোগান এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা তার লিখা ছিল না এটা তিনি কপি করেছিলেন। এটা সিরাজুল আলমের বা ইসলাম সঠিক মনে নেই ভুলে গেছি তার লিখা ছিল।


আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমার নিজের প্রতি ঘৃ'ণা আসছে জাস্ট এই একটা মানুষকে মানুষ নয় খু নি কে আমি সম্মান করতাম ভেবে। কতটা কষ্ট পেয়েছি বলে বুঝাতে পারবো না কিন্তু কষ্ট হলেও সত্য সত্যই থাকে নয়তো কি এত বছরের ইতিহাস সামনে আসে? সবই উপর ওয়ালার লীলা খেলা! তিনি চেয়েছিলেন বলেই সত্য আজ উদঘাটন.... 

আমি সবাইকে অনুরোধ করব পিডিএফটা পড়ার জন্য আমরা অনেক কিছুই জানি না, জানতাম না জানব কীভাবে? আমাদের ওনি নিজের বাবা সম্পর্কে যা বলেছেন কিংবা লিখেছেন তাই পড়েছি! কিন্তু সত্যি আড়ালে রেখে করেছেন এটা পড়লে স্বাধীনতা সম্পর্কে অনেক কিছুই জানবেন যা আমাদের ধারণারও বাইরে....

© Rudiya Riya


আরও পড়ুন আমার ফাঁসি চাই pdf

বইটির পিডিএফ লিংক

লিংক ১ | লিংক ২ | লিংক ৩ ]

একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা

Post a Comment

3 Comments

  1. আপনার বিবেকের আপনি হেরে গেছেন। পৃথিবীতে ইতিহাস যদি সঠিক থাকতো ইসলামে এত রকম সকম আসতোনা। জিয়াউর রহমান নিজেই বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করতেন এবং সময় হলে ছুটে যেতেন ৩২ নাম্বারে। আপনার জ্ঞানের থলিতে ইঁদুর ঢুকেছে,তাই মিথ্যার সাথে বাসর করছেন। আমি যতদিন বাঁচবো বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েই যাবো। আপনার স্ট্রোক হওয়ার সম্ভবানা আছে।এখনি প্রস্তুতি নেন।

    ReplyDelete
    Replies
    1. Go Fuck Yourself, শেখ হাসিনা যেরকম বলেছিল যে মাদ্রাসার ছেলেরা রং মাখায় শুয়ে ছিল কারো উপর কোন গুলি করা হয়নি, তেমনি তোমার Daddy of the Nation বঙ্গবল্টু রং মাখায় শুয়ে ছিল

      Delete
  2. আপনার বিবেকের কাছেরআপনি হেরে গেছেন। পৃথিবীর ইতিহাস যদি সঠিক থাকতো ইসলামে এত রকম সকম আসতোনা। জিয়াউর রহমান নিজেই বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করতেন এবং সময় হলে ছুটে যেতেন ৩২ নাম্বারে। আপনার জ্ঞানের থলিতে ইঁদুর ঢুকেছে,তাই মিথ্যার সাথে বাসর করছেন। আমি যতদিন বাঁচবো বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েই যাবো। আপনার স্ট্রোক হওয়ার সম্ভবানা আছে।এখনি প্রস্তুতি নেন।

    ReplyDelete