আত্মসমর্পণের সাক্ষী pdf download | সিদ্দিক সাদিক

আত্মসমর্পণের সাক্ষী pdf download | সিদ্দিক সাদিক

 


১৯৭১ নিয়ে লিখিত বইয়ের তালিকা করলে যে বইটি অবশ্যই থাকবে সেটি হচ্ছে আত্মসমর্পনর সাক্ষী।       

নিয়াজীর আত্মসমর্পণের সাক্ষী সিদ্দিক সালিক প্রণীত উইটনেস টু সারেন্ডার গ্রন্থের বাংলা অনুবাদ। সিদ্দিক সাদিক পাকিস্তান সেনাবাহিনীতে আসার আগে পাকিস্তানের লাহাের বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। এছাড়াও সাংবাদিকতার সাথেও ছিলেন কিছুকাল জড়িত। পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে উন্নীত হবার পর সাবেক পূর্ব-পাকিস্তানে তিনি বদলি হয়ে আসেন লেফটেন্যান্ট জেনারেল। সাহেবজাদা ইয়াকুব খানের জনসংযােগ অফিসার হিসেবে। 

এর পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এবং লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজীর জনসংযােগ অফিসারের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমগ্র সময়কাল তিনি জেনারেল নিয়াজীর পাশেই ছিলে। এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে পাকসামরিক জান্তার চক্রান্ত তিনি খুবই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। তারই বস্তুনিষ্ঠ বিবরণ নিয়াজীর আত্মসমর্পণের সাক্ষী। 

সিদ্দিক সালিক সাবেক পূর্ব-পাকিস্তানের ওপর পশ্চিম-পাকিস্তানের শােষণের অভিযােগের সত্যতা অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন। পাশাপাশি তিনি একজন অনুগত পাকিস্তানি ছিলেন বলে বাংলাদেশের মাটিতে পাকবাহিনীর বিপর্যয়ে এতে। তার আর্তচিৎকার ধ্বনিত হয়েছে। পুস্তকটি সচেতনমনস্ক পাঠকের আগ্রহ সৃষ্টি করতে পারবে বলে আমাদের বিশ্বাস।

নতুন বাংলাদেশের ছাত্র জনতা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে আমরা এই বইটির পিডিএফ সংগ্রহ করে উন্মুক্ত করে দিলাম। আশা করছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বৃথা যাবেনা।


বইটির পিডিএফ লিংক

লিংক ১ • লিংক ২ • লিংক ৩ ]

একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা


Post a Comment

0 Comments