ইসলামি আকিদা ও মনহাজ বইতে লেখক সূরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজের উপর আলোকপাত করেছেন।
মূল বইয়ের উদ্দেশ্য মূলত সূরা ফাতিহার ব্যাপ্তি বোঝানো ও এর আলোকে ইসলামের কিছু অপরিহার্য বিষয় তুলে ধরা। মূলত বইয়ে সংকলিত তথ্যগুলো বই আকারে প্রকাশ করার জন্য তৈরি করা হয়েছিলো না। বরং সাপ্তাহিক তাফসীরে মৌখিকভাবে এসকল আলোচনা উঠে এসেছে যার পরিবর্তিত রূপ হিসেবে বইয়ে সংকলিত হয়েছে।
এই বই করার পেছনে মূল ভূমিকা রেখেছেন সেই সকল মুসল্লী, মুগল্লিব ব্যাক্তিরা; যাদের অনুরোধের ফলে সে সকল আলোচনা আজকে বইয়ের আকারে পাঠকদের হাতে হাতে উঠে এসেছে।
বইয়ে যে সকল বিষয় আলোচিত হয়েছে– তা লেখক আলী হাসান উসামার দীর্ঘদিনের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। তার নিজস্ব মতামত এতে প্রাধান্য পেয়েছে।
বইয়ের অনেক বিষয়ের সাথে সকলে একমত হতে পারবেন না। সে সুযোগও নেই। লেখক নিজেই এই স্বীকারোক্তি দিয়েছেন। বইটি পড়ার সময় এ কথাও মনে রাখতে হবে।
সর্বোপরি এ বইয়ের মাধ্যমে পাঠক উপকৃত হবেন, সেই প্রত্যাশা নিয়ে এর পিডিএফ ফাইল উন্মুক্ত করা হলো।
বইটির পিডিএফ লিংক
0 Comments