যেমন একটি মতে বলা হয়েছে যে, মদ তৈরি হয় শুধুমাত্র আঙ্গুর থেকে। এ ছাড়া অন্য যা কিছু থেকেই মদ তৈরি করা হোক সেগুলোর সে পরিমাণই হারাম যে পরিমাণ পান করলে বা খেলে মাতলামী আসে। অর্থাৎ যে পরিমাণ পান করলে বা খেলে মাতলামী আসে না সে পরিমাণ হারাম নয়। কিন্তু এরূপ মতামত রসূল ﷺ থেকে বর্ণিত বহু সহীহ্ হাদীস এবং সহাবীগণ থেকে বর্ণিত আসার বিরোধী।
এ মর্মে বর্ণিত হাদীসগুলো জানার জন্য আমার লিখা মদ সংক্রান্ত প্রবন্ধটি পাট করার অনুরোধ রাখছি। তাহলেই বুঝা যাবে ইসলাম কি বলে আর কিছু আলেম কি বলেন? কারণ, রসূল ﷺ বলেছেন: “যে বস্তুর বেশী পরিমাণ নেশা সৃষ্টি করে সে বস্তুর সামান্যতমও হারাম।”
এরূপই একটি বিষয় হচ্ছে মেয়ে কর্তৃক তার অভিভাবককে না জানিয়ে গোপনে অথবা জানালেও তার অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলা। কিন্তু ইসলামী শারীয়াত কি এরূপ বিয়ের অনুমোদন দিয়েছে? আসুন আমরা বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত জানি ।
আমাদের সমাজের বহু তরুণ-তরুণী তাদের বিশ্বাসে নিজেদেরকে হারামে জড়িত হওয়া থেকে রক্ষার জন্য এরূপ করছেন বলে যানা যায়। বর্তমানে টিভি চ্যানেলগুলোর নাটকগুলোতেও এরূপ বিয়ের দৃশ্য ব্যাপকভাবে দেখানো হয়ে থাকে। সম্ভবত এর একটি প্রভাবও যুবক যুবতীদের মাঝে পড়ছে।
বইটির পিডিএফ লিংক
একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা
0 Comments