শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা pdf download | ইমাম বাইহাকি রহ

শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা pdf download | ইমাম বাইহাকি রহ

 



শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 

বক্ষমান গ্রন্থটি যে কতটা অসাধারণ তা অনুধাবন করতে এই বইয়ের কিছু উক্তি সংযোজন করা হলো। 

অভাবও ফিতনা, স্বচ্ছলতাও ফিতনা

আবূ উসমান আন নাহদি থেকে বর্ণিত, মুয়ায ইবনু জাবাল রা. বলেন: "আপনারা এখন কষ্ট ও বিপদের ফিতনায় পড়ে রয়েছেন। এর ওপর ধৈর্য ধারণ করার পর অচিরেই আপনাদের আনন্দ ও স্বচ্ছলতার ফিতনায় ফেলা হবে।" 
লোকেরা জিজ্ঞেস করলো, "স্বচ্ছলতার ফিতনা আবার কী?" তিনি বলেন, "নারীরা ইয়ামানের শাড়ী ও শামের মোলায়েম পোশাক পরিধান করা আরম্ভ করবে।"  ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ১৫/১৬ 


এখন থেকে কোনো আমল কষ্টকর মনে হলে এই কথাটা স্মরণ করবেন। দেখবেন অলসতা তো পালাবেই, উল্টো আমলে মনোযোগ পাচ্ছেন। 

‘যে আমল করাটা শরীরের জন্য কষ্টসাধ্য, মিযানের পাল্লায় তার ওজন হবে সবচেয়ে বেশি। যে পরিপূর্ণভাবে আমল করবে, তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর যে কোনো আমলই করবে না, সে খালি হাতে দুনিয়া থেকে পরকালের পথে যাত্রা করবে।’” —ইবরাহীম ইবনু আদহাম (রহ.)


যাহহাক বলেন, “আমি বিলাল ইবনু সা’দকে বলতে শুনেছি : ‘হে রহমানের বান্দারা! আল্লাহ তাআলা তোমাদের ওপর যে বিষয়ের দায়িত্ব অর্পণ করেছেন, তোমরা তা পালন করছ না। অথচ আল্লাহ তাআলা নিজে যা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন, তোমরা আগ বাড়িয়ে তা নিজের ঘাড়ে নিতে চাইছ! এটা তো আল্লাহ-প্রদত্ত মুমিন বান্দার পরিচয় নয়। বুদ্ধিমান কেউ কি সৃষ্টির উদ্দেশ্য থেকে বিমুখ হয়ে দুনিয়া তালাশ করতে পারে? জেনে রাখ, আল্লাহর আনুগত্য করে যেমন সাওয়াবের আশা করে থাকো, তেমনি তাঁর অবাধ্যতা করেও শাস্তির ভয় করা উচিত।




বইটির পিডিএফ লিংক 

লিংক ১ • লিংক ২ • লিংক ৩ ]

একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা

Post a Comment

0 Comments