'ড্রেসডেন ফাইলসের' স্রষ্টা হিসেবে সারাবিশ্বে পরিচিত জিম বুচার ১৯৭১ সালে আমেরিকার মিসৌরিতে জন্মগ্রহণ করেন। শৈশবে অসুখের সময় তার বোন তাকে দ্য লর্ড অব দি রিং এবং দ্য। 'হান সোলো অ্যাডভেঞ্চার্স উপন্যাস দুটো পড়তে দেয় সময় কাটানোর জন্য। সেই থেকে ফ্যান্টাসি আর সায়েন্সফিকশনের প্রতি আগ্রহ জন্মে তার। টিনএজ বয়সেই নিজের প্রথম উপন্যাস লিখেছিলেন তিনি, ঠিক করেছিলেন লেখক হবেন। দীর্ঘদিন প্রচলিত ধারার ফ্যান্টাসি লেখা লিখে প্রকাশকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়ে লিখে ফেলেন হ্যারি ড্রেসডেন নামক এক জাদুকরের কাহিনী নিয়ে ড্রেসডেন ফাইন্স সিরিজের প্রথম বইটি। আধুনিককালের শিকাগো শহরের পটভূমিতে লেখা বইটি দারুণ জনপ্রিয়তাই শুধু পায়নি, সেই সঙ্গে জিম বুচারকে দিয়েছে প্রবল জনপ্রিয়তা।
নিয়মিতভাবেই তিনি লিখে যাচ্ছেন ড্রেসডেন ফাইলসের একের পর এক সিকুয়েল। বর্তমানে তিনি নিজ শহর মিসৌরিতে স্ত্রী আর এক ছেলেকে নিয়ে বসবাস করছেন।
দ্য ড্রেসডেন ফাইলস: স্টর্ম ফ্রন্ট
হ্যারি ড্রেসডেন শহরের একমাত্র জাদুকর গােয়েন্দা। যখনই পুলিশের হাতে এমন কেস আসে যেটার জট যুক্তি দিয়ে খােলা সম্ভব নয়,ডাক পড়ে তার। নিরীহ মানুষ অতিপ্রাকৃত শক্তির হাতে জিম্মি হয়ে পড়লেও ডাক পড়ে হ্যারির। নিজের পেশায় সে এক এবং অদ্বিতীয়। কিন্তু এই তুখােড় গােয়েন্দা কল্পনাও করেনি কোন মহাবিপদ ধেয়ে আসছে তার দিকে। জীবনের সবচেয়ে কঠিন কেসে জড়িয়ে পড়ে হ্যারি। অসম্ভব নিষ্ঠুর এবং বুদ্ধিমান এক শত্রুর মােকাবেলা করতে হয় তাকে। প্রতিবার দু-ধাপ পিছিয়ে থাকতে হচ্ছে,পরবর্তি আক্রমণ কোত্থেকে আসবে কিছুতেই আন্দাজ করা যাচ্ছে না—এই বিপদ থেকে কি হ্যারি বেঁচে ফিরতে পারবে ? জিম বুচারের বিশ্ববিখ্যাত আরবান ফ্যান্টাসি সিরিজ দ্য ড্রেসডেন ফাইলসএর প্রথম উপন্যাস স্ট্রর্ম ফ্রন্ট আপনাকে শিহরিত করবে,রােমাঞ্চিত করবে,নিয়ে যাবে জাদু আর রহস্যে ঘেরা এক নতুন জগতে। দ্য ড্রেসডেন ফাইলস: স্টর্ম ফ্রন্ট বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
দ্য ড্রেসডেন ফাইলস: ফুল মুন
হ্যারি ব্ল্যাকস্টোন কপারফিল্ড ড্রেসডেন কে মনে আছে আপনাদের? ওই যে পেশায় জাদুকর কিন্তু একইসাথে শখের গোয়েন্দাও। যে কি না শিকাগো শহরে পুলিশকে বিভিন্ন অতিপ্রাকৃতিক খুন খারাবির রহস্য সমাধানে সাহায্য করে। তবে এটা করতে গিয়েই প্রথমবার বেশ ভালো রকমের ঝামেলায় জড়িয়ে গিয়েছে সে এবং পুলিশে থাকা তার একমাত্র বন্ধু মারফি। এরপর থেকে বেচারা হ্যারির দিনকাল বেশ খারাপই যাচ্ছে বলা যায়। পেট এবং পকেট দুটোই খালি। অবশেষে হাতে এলো নতুন কেস। কিন্তু দূর্ভাগ্যবশত সেই কেসের সমাধান করতে গিয়ে নিজেই উলটো বনে গেলো খুনের আসামী। এমনকি খোদ মারফিই এখন তাকে অবিশ্বাস করে জেলে ভরতে চায়। কিন্তু ওই ছিন্ন ভিন্ন করা লাশগুলোর পিছনে আসল অপরাধী কে? মায়ানেকড়ের যে জাল শিকাগো শহরকে জড়িয়ে রেখেছে তার সাথে কি সম্পর্ক এই খুনগুলোর। হ্যারি কি পারবে অন্তত নিজের পরিচিতদেরকে রক্ষা করতে এই নৃশংস আক্রমণের হাত থেকে? দ্য ড্রেসডেন ফাইলস: ফুল মুন বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
দ্য ড্রেসডেন ফাইলস: গ্রেভ পেরিল
নিজের জাদুকর জীবনে দৈত্যাকৃতি বিছে থেকে শুরু করে ভ্যাম্পায়ার,মায়ানেকড়েসহ আরও অনেক ভয়াবহ প্রাণীর মুখােমুখি হতে হয়েছে হ্যারি ড্রেসডেনকে। হাজার হােক,শিকাগাে শহরে,এমনকি পুরাে আমেরিকার একমাত্র পেশাদার জাদুকর সে। কিন্তু এবারে যার মুখােমুখি হতে হচ্ছে তার পরিচয়টা পর্যন্ত হ্যারি খুজে বের করতে পারছে না। ওদিকে প্রেতাত্মারা পুরাে শিকাগাে শহরে তাণ্ডব চালানাে শুরু করে দিয়েছে। অবস্থা বুঝে মনে হচ্ছে কেউ একজন ওদেরকে নেভারনেভার ছেড়ে তাণ্ডব চালাতে বাধ্য করছে পৃথিবীতে এসে। কিন্তু কেন? কে-ই বা সে? তার ওপর যারা এই তাণ্ডবের শিকার হচ্ছে তাদের সবার সাথে হ্যারির কোন না কোন সম্পর্ক রয়েছে। তাহলে কি আক্রোশটা আসলে হ্যারির ওপরে? হ্যারি যদি খুব শিঘ্রই এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে না পারে তাহলে সে নিজেই মানুষ থেকে প্রেতাত্মায় পরিণত হয়ে যাবে। দ্য ড্রেসডেন ফাইলস: গ্রেভ পেরিল বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
দ্য ড্রেসডেন ফাইলস: সামার নাইট
আকাশ থেকে বৃষ্টির মতাে একের পর এক ঝরে পড়ছে ব্যাঙ। পুরােদমে যুদ্ধ শুরু। হয়ে গেছে জাদুকর আর ভ্যাম্পায়ারদের মধ্যে। হ্যারিকে খুন করার জন্য হন্যে হয়ে ঘুরছে ভ্যাম্পায়াররা। শহরে এসেছে জাদুকরদের সবচেয়ে বড় সংগঠন দ্য হােয়াইট কাউন্সিল। শুধু তারাই নয়,নেভারনেভার ছেড়ে শহরে চলে এসেছে ফেইরিদের রাণীরাও। খুন হয়েছে ফেইরিদের সামার নাইট। এই খুনকে ঘিরে যুদ্ধে জড়াতে। যাচ্ছে সামার কোর্ট আর উইন্টার কোর্ট। স্বয়ং উইন্টার কোর্টের রাণী এসেছে হ্যারির কাছে এই খুনের তদন্ত ভার অর্পণ করতে। যদি এ যুদ্ধ থামানাে না যায় তাহলে। হয়তাে পৃথিবীতে আবারও নেমে আসবে তুষার যুগ। হােয়াইট কাউন্সিল,সামার কোর্ট,উইন্টার কোর্ট,রেড কোর্ট সবার দৃষ্টি এখন একজন মানুষের ওপর-জাদুকর হ্যারি ব্ল্যাকস্টোন কপারফিল্ড ড্রেসডেন। প্রতিটি ক্ষণে কেবল বিপদ বেড়ে চলেছে,ঘনিয়ে আসছে সময়। হ্যারি কি পারবে এই বিপদ থেকে পৃথিবীকে বাঁচাতে? দ্য ড্রেসডেন ফাইলস: সামার নাইট বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
দ্য ড্রেসডেন ফাইলস: ডেথ মাস্কস
টেলিভিশন টক’শোতে অতিথি হয়ে এসেছে শিকাগো শহরের একমাত্র পেশাদার জাদুকর হ্যারি ড্রেসডেন। সেখানেই ডুয়েল লড়বার চ্যালেঞ্জের শিকার হতে হলো তাকে। সেটাও আবার ভ্যাম্পায়ারদের রেড কোর্টের এক ওয়ারলর্ডের থেকে।
একই টক শো’তে পরিচয় হলো ফাদার ভিনসেন্টের সাথে। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর যে কাফন দিয়ে জড়িয়ে দেয়া হয়েছিল চুরি গিয়েছে সেটি। তার খোঁজে সুদূর ভ্যাটিকান থেকে ড্রেসডেনের দ্বারস্থ হতে এসেছেন তিনি।
ওদিকে প্রিয় বন্ধু মাইকেল কেন হ্যারিকে দূরে থাকতে বলছে এই কেস থেকে?
মানসিকভাবে বিপর্যস্ত হ্যারিকে আরও বিপর্যস্ত করে তুলতেই বোধহয়, শহরে এসেছে হ্যারির প্রাক্তন প্রেমিকা সুজান। তবে একা আসেনি সে, সাথে করে এসেছে আরেকটি ছেলে। সুজানের নতুন প্রেমিক? দ্য ড্রেসডেন ফাইলস: ডেথ মাস্কস বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
0 Comments