আমাদের প্রিয় নবিজি হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ ও শিক্ষার প্রতিটি দিক অশেষ কল্যাণময়। তাঁর জীবন-চরিতের সকল দিক-নির্দেশনাই ব্যবহারিক জীবনের যাবতীয় অসুস্থতা থেকে মুক্তির উৎকৃষ্ট অবলম্বন। মানুষের জীবনকে সর্ববিধ সুস্থতা ও স্বাচ্ছন্দ্যে রাখার জন্য নবিজির জীবনধারা আমাদের শ্রেষ্ঠতম নমুনা।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিষ্ঠিত পন্থা হলো—কার্যকর চিকিৎসা। শরীরের সুস্থতা, আত্মার পবিত্রতা, চিন্তার স্বচ্ছতা আর মনের স্নিগ্ধতার পাশাপাশি উন্নত বোধ, কল্যাণ-অভিসারী দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি কর্মের মাহাত্ম্য ও নৈতিক উচ্চতা অর্জনের জন্য যাবতীয় প্রেরণার উৎস হলো প্রিয় নবীজী রাসূলুল্লাহ ﷺ-এর রেখে যাওয়া আদর্শ।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনোবিজ্ঞানের যত ব্যবস্থাপত্রই দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন, সেসবের চাইতেও ব্যাপক ও ফলপ্রসূ নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয়নবির সুন্নাহসমূহে। মনোবিজ্ঞানীগণ সিরাতে নববি অধ্যয়ন করলেই দেখতে পাবেন, তাদের জন্য সেখানে মূল্যবান রসদপত্র থরে থরে সাজানো! সাইকোলজিক্যাল ক্রাইসিস বইটিতে সেসব বিষয়ে আলোচনার প্রয়াস পাব আমরা।
বইটির বিষয়বস্তু, লেখনী আমাদের মন মানসিকতায় প্রভূত পরিবর্তন আনতে সক্ষম। পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই হোক, নিজ মানসিক স্থিতি ও আত্মিক মাধুর্যতা ধরে রাখতে প্রয়োজনীয় রসদ সাইকোলজিক্যাল ক্রাইসিস বইয়ের মূল বিষয়বস্তু...
বইটির পিডিএফ লিংক
একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা
0 Comments