রমাদান মাসের ২৭টি বিশেষ আমল pdf download |

রমাদান মাসের ২৭টি বিশেষ আমল pdf download |

 


রোযা হল এক এমন ইবাদত, যার মাধ্যমে বান্দা প্রভুর নৈকট্যলাভ করতে সক্ষম হয়। এতে সে প্রকৃতিগতভাবে যে জিনিস ভালোবাসে তা বর্জন করে; বর্জন করে সকল প্রকার পানাহার ও যৌনক্রিয়া। আর এর মাধ্যমে সে নিজ প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে। আশা করে পরকালের সাফল্য ও বেহেশতলাভ। এতে এই কথাই স্পষ্ট হয় যে, সে নিজের প্রিয় বস্তুর উপর প্রভুর প্রিয় বস্তুকে প্রাধান্য দেয় এবং ইহকালের জীবনের উপর পরকালের জীবনকেই শ্রেষ্ঠত্ব দেয়। তাই বান্দার এই ত্যাগের প্রতিদানের পুরষ্কার মহান আল্লাহ তায়ালা নিজ হাতে দিবেন।

বরকতময় এই রামাদান মাসকে বছরের শ্রেষ্ঠ মাসে রুপান্তরিত করার এটাই সুযোগ। প্রকৃতপক্ষে রমজান হলো পূর্বের সকল গুনাহর জন্য ক্ষমা চেয়ে সাচ্চা মুসলমান হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসের সময়গুলো খুব বেশি বেশি ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করা উচিত। রমাদানকে বরকতময় করতে ২৭টি বিশেষ আমল নিয়ে সাজানো বইটি পড়ে রমাদান মাসকে বরকতময় করে তুলুন।


বইটির পিডিএফ লিংক

লিংক ১ | লিংক ২ • লিংক ৩ ]

একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা

Post a Comment

0 Comments