কিছু গল্প কিছু শিক্ষা pdf download | মুফতী তাকী উসমানী

কিছু গল্প কিছু শিক্ষা pdf download | মুফতী তাকী উসমানী



“মাকতাবাতুল আযহার" প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় চাহিদা পূরণে বদ্ধপরিকর। মুসলমানদের ধর্মীয় চাহিদাকে মাকতাবাতুল আযহার কতটুকু পূরণ করতে পেরেছে, তা আমাদের জানা নেই। যদি সামান্যতম চাহিদাও পূরণ করে থাকে, তাহলে সেটা হবে এ প্রতিষ্ঠানের পরম সার্থকতা। তবে এতটুকু জানি যে, আজকের এই জনপ্রিয় প্রতিষ্ঠানটির গোড়াপত্তন হয়েছিল ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় চাহিদা পূরণের স্বপ্ন থেকেই।

“মাকতাবাতুল আযহার" ধর্মীয় পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় গ্রান্থাবলির অগ্রভুল্য ও দুর্লভত্বকে দূর করার পাশাপাশি ধর্মীয় জ্ঞান ও অনুভূতিকে সজাগ করে তোলার নিমিত্তে সাধারণ ধর্মপ্রাণ পাঠকদের নির্ভুল ও তত্ত্বসমৃদ্ধ গ্রন্থ উপহার দিতে সবসময়ই সচেষ্ট। 

এক্ষেত্রে কোনো চেষ্টা ও আন্তরিকতার অভাবকে আমরা প্রশ্রয় দেইনি। যখনই কোনো কিতাব, রেসালা, প্রবন্ধ ও অভিধানের প্রয়োজনীয়তা অনুভব করেছি, আমরা তা সাধ্যমতো পাঠকদের সামনে তুলো ধরার চেষ্টা করেছি। তেমনি একটি রেসালা হলো।

কিছু গল্প কিছু শিক্ষা একবিংশ শতাব্দির মুসলিম উম্মাহর মুখপাত্র আল্লামা তকী উসমানী (দা.বা.) -এর বিভিন্ন গ্রন্থ, রচনা, প্রবন্ধ, ওয়াজ, ৰক্তৃতা ইত্যাদি থেকে নির্বাচিত এক অনবদ্য সংকলন গ্রন্থ। বইটি হাতে পাওয়া মাত্রই অনুবাদ করানোর ইচ্ছা পোষণ করেছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তা’আলা আমার দরখাস্ত মুঞ্জুর করেছেন। 

মাওলানা আব্দুল আলীম এই অনুবাদের দায়িত্ব গ্রহণ করেন। তিনি মাদরাসার অধ্যাপনার পাশাপাশি ইতিমধ্যেই লেখালেখির সাথেও অনেকটা ধাতস্থ হয়ে ওঠেছেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি গ্রন্থের সফল অনুবাদও করেছেন। খুব আন্তরিকতার সাথে তিনি এই অনুবাদকর্মটি সমাপ্ত করেছেন। আর “মাকতাবাতুল আযহার” তার এ শ্রমকে কৃতজ্ঞতা চিত্তেই আপনাদের সামনে তুলে ধরেছে। 

আশা করি বরাবরের মতো এ গ্রন্থটিও পাঠকদের ধর্মীয় জীবনের উন্নয়নের পথে বিরাট ভূমিকা রাখবে ~ওবায়দুল্লাহ


বইটির পিডিএফ লিংক

লিংক ১ | লিংক ২ | লিংক ৩ ]

Post a Comment

0 Comments