প্রবাসী শ্রমিকদের কষ্টের জীবনের যত গল্প



কাতার প্রবাসী ঢাকার বিল্লাল হোসেন কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে ২৬ বছর কাতারে কর্মরত আছেন। প্রতিমাসে পরিবারের জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা দেশে পাঠান।


 

 এর পরও পরিবারের অনেক চাহিদা পূরণ করাই কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি।বিল্লাল হোসেন বলেন, সংসারে প্রতি মাসে বিপুল টাকা দেয়। তাতেও কাজ হয় না।


 

শুধু বিল্লাল হোসেন নন, তার মতো বহু প্রবাসী আছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে দেশে থাকা স্বজনদের মুখে হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। 

 

প্রবাসীরা বলেন, বাড়ি থেকে টাকা দিতে। অনেক কষ্ট করে টাকা পাঠায়। বাড়িতে সন্তান আছে। তাদের জন্যেই এত কষ্ট করতে হয়।  

 

কাতারে ৪ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। কিছু সংখ্যক বাংলাদেশি ব্যবসাবাণিজ্যর সঙ্গে যুক্ত থাকলেও বেশিরভাগ নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। দেশটি থেকে বছরে রেমিট্যান্স আয় প্রায় ১শ' কোটি মার্কিন ডলার।

Post a Comment

0 Comments