আই লাভ ইউ pdf download

আই লাভ ইউ pdf download


 



মুসলিম সমাজ ব্যাবস্থা আজ বিপন্ন। পাশ্চাত্য অপসংস্কৃতি এবং প্রতিবেশী দেশের সিরিয়াল সংস্কৃতি বানের জলের মতো ঢুকছে সমাজে। ফলশ্রুতিতে সমাজে বিবাহ বহির্ভূত হারাম প্রেমের সম্পর্কে সয়লাব—আশংকাজনকভাবে অসংখ্য সংসার ভেঙ্গে যাচ্ছে, হচ্ছে ডিভোর্স। মহামারীর রূপ ধারণ করেছে পরকীয়া প্রেম। অশান্তির আগুন জ্বলছে হাজারো পরিবারে। সেই আগুনে পুড়ছে স্বামী-স্ত্রী থেকে নিয়ে পরিবারের অন্যরা। হারাম সম্পর্কগুলোতে আল্লাহ তা’আলার সন্তুষ্টি না থাকায় শান্তি থাকে না। বিপরীতে মহান রবের সন্তুষ্টির জন্য যে সম্পর্কগুলো হয় সেই পরিবারগুলোতে বিরাজ করে সুখময় পরিবেশ। এ ধরনের ভালোবাসার গল্পগুলোর আলোচনা ও প্রচার বেশি বেশি হওয়া উচিত। হালাল ভালোবাসার সম্পর্ক, হালাল পরিবারের মধুময় সম্পর্ক নিয়ে আমরা অসচেতন। হারামের দিকে বহমান স্রোতের বিপরীতে শান্তিময় ভালোবাসার সম্পর্ক নিয়ে আমাদের জানা উচিত। আর তেমন হালাল ভালোবাসায় ভরপুর কিছু গল্প নিয়ে এই বই।


আই লাভ ইউ বই সাজানো হয়েছে একাধিক গল্প নিয়ে। লেখক আতিক আল্লাহ গল্পের মাধ্যমে পবিত্র সম্পর্ক গুলোর রোমান্টিকতা, ভালোবাসা, মায়া-মহব্বত ফুটিয়ে তুলেছেন। গল্পগুলোর সম্পর্কে আমার অভিমত –


‘তামীমা’ গল্পটি অসাধারণ লেগেছে। দেখা যাবে, ইমাম সাহেব ‘ঘটনাক্রমে’ বনু তামীম গোত্রের এক মেয়েকে বিয়ে করেছেন। কিন্তু একি, বিয়ের পর এটা কি বাসররাত নাকি বিতর্কসভা! বউ বলছে, ”আমাদের বনু তামীমকে নবীজী সা. ভালোবেসেছেন। আবু হুরাইরা রা. ভালোবেসেছেন। প্রায় সব সাহাবীই আমাদের প্রশংসা করেছেন” ইত্যাদি। ইমাম সাহেব এক পর্যায়ে বললেন, ”কুরআনের প্রসঙ্গ টেনে আমাকে উপদেশ দিলে কিন্তু কুরআনেই তো বনু তামীমকে ধমক দেওয়া হয়েছে! নির্বোধ বলা হয়েছে! নবীজীর সঙ্গে বেয়াদবি করার কারণে!” যাহোক, শেষপর্যন্ত অবশ্য আপোসরফা হয়েছে ভালোভাবেই! গল্পের শেষে, ঘটনার আলোকে বিয়ে ও দাম্পত্য বিষয়ে ২০ টি পরামর্শ উল্লেখ করা হয়েছে—এগুলো বেশ শিক্ষণীয়।


‘দ্বিতীয় বাসর’ গল্পের মূল বিষয়টা ধরতে পারিনি! তবে এটুকু বুঝেছি, বউয়ের ঘ্যানর ঘ্যানরে বিরক্ত হয়ে একলোক বউকে ‘একসাথে’ তিন তালাক দিয়েছে যা ইসলামী শরীয়তের বিরোধী। অনেকক্ষেত্রে আমাদের সমাজে যা হয় তাই—বলার পরে বোধোদয় হলো, হায় হায় কী করলাম! গল্পের শেষে এসে তাদের ‘পুনরায়’ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রক্রিয়াটি বুঝিনি!


‘ভালোবাসামাখা তরকারি’ গল্পটিও বেশ সুন্দর। গল্পটি একজন কাঁচাপাকা মধ্যবয়সী হুজুরকে নিয়ে যিনি দূর কোনো এক গ্রামে ওয়াজ করতে গিয়ে রাতের খাবারের তরকারিতে পরিচিত স্বাদ টের পেয়ে ফিরে গিয়েছিলেন অতীতে। গল্পের দ্বিতীয়ার্ধ স্মৃতিচারণ। শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে কিন্তু ‘হারুণ’ নামের ছেলেটির কাছে হুজুরের পুরোনো দিনের স্মৃতিচারণের বিষয়টি ‘অস্বাভাবিক’ লেগেছে। বিশেষ করে যাঁর ব্যাপারে স্মৃতিচারণ করছেন ছেলেটি তাঁরই এবং কয়েকদিন বাদে ‘ঘটনাক্রমে’ তাঁর সাথেই হুজুরের ‘পুনরায়’ বিয়ে হতে যাচ্ছে!


প্রথম চারটা গল্প একটু এলেবেলে ধরনের। ‘যাহ, দুষ্টু’ শিরোনামের গল্পটি একটু হ্যাংলা ধরনের মনে হয়েছে!


‘চড়ুইদম্পতি’ গল্পটিও অসাধারণ। তবে বিস্তর অভিযোগ এই গল্প নিয়ে! ৬৬ পৃষ্ঠার দ্বিতীয়ার্ধ এবং ৬৭ পৃষ্ঠার প্রথমার্ধ পরবর্তী সংস্করণে বাদ দেয়ার অনুরোধ থাকবে। ইসলামী ধারার লেখক হয়েও এ কথাগুলো কেনো লিখলেন বুঝলাম না! গল্পটি শেষও হয়েছে অসুন্দরভাবে! বিস্ময়সূচক চিহ্ন সহযোগে আরো বেশ কিছু বিশেষ ইঙ্গিতবাহী লাইন বিব্রত করেছে!


I Love You’ গল্পটি সম্ভবত বইয়ের সবচেয়ে ভালো গল্প।


যা না বললেই নয়-


১. বইয়ের নামকরণটা ভালো লাগেনি। লেখকের কাছে ‘খাপ্পা’ লাগলেও পাঠক হিসেবে ‘বেখাপ্পা’ লেগেছে। প্রচ্ছদ অসুন্দর।

২. ফন্ট সাইজ কেনো বড় করা হয়েছে বুঝলাম না—বইয়ের পৃষ্ঠা বাড়ানো!?


বইটি ডাউলোড করতে 

এখানে ক্লিক করুন ]




Post a Comment

0 Comments