সালাফদের সিয়াম pdf download | সাঈদ ইবনে আলী আল কাহতানী

 



“সালাফদের সিয়াম” বইটির পিডিএফ উন্মুক্ত করা হয়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি বইটি ৩ টি অংশে ভাগ করে আলোচনা করা হয়েছে।

🌾প্রথম অংশে –

★রমাদ্বানে দান ও সদকার আধিক্য।

★ মা আয়িশা (রা:) এর চোখে নবীজির রমজান।

★ কিয়ামুল লাইল।

★ লাইলাতুল কদরের তালাশ।

★সালাফদের কুরআন তিলাওয়াত।


🌾দ্বিতীয় অংশে –

★রমাদ্বানের বৈশিষ্ট্য ও মর্যাদা।

★অপেক্ষার প্রহর।

★সালাফদের গ্রীষ্মকালীন ও শীতলালীন রমাদ্বান।

★ সালাফদের শেষ দশক।


🌾তৃতীয় অংশে –

★ রমাদ্বান কড়া নাড়ে।

★ রমাদ্বান আসার আগে।

★ সালাফদের সিয়ামসাধনা।

★ সিয়ামের মাসে দূর্ভাগা যারা।

★ সিয়ামের অভ্যন্তরীণ শিক্ষা।

★ রমদ্বানের শেষ দশ রাতের আমল।

★ রমাদ্বানের শেষের দশকে লাইলাতুল কদরের তালাশ।


?  pdf পড়ে আমার অনুভূতিঃ 


সালাফেরা সর্বদা আমাদের নাবী কারীম (সা) এর আদর্শকে নিজেদের মডেল হিসেবে রাঙিয়ে তুলতেন। নবীজি (সা) যেমন রমজান মাস আসলে ইবাদাতের ব্যাপারে কোমর বেধে নেমে পড়তেন তেমনি তার সাথীরাও তাকে সর্বদা অনুসরণ করতেন। তারা রমজানের ৬ মাস আগে থেকেই আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাতেন,,,,


” হে আল্লাহ! আমাকে রমাদ্বন পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দিন, রমাদ্বনকে আমার পর্যন্ত পৌঁছিয়ে দিন এবং আমার কাছ থেকে কবুল করুন”


রমাদ্বনে তারা তাদের দান সদাকার পরিমাণ বাড়িয়ে দিতেন। একে অপরকে কুরআন পড়ে শোনাতেন। সারা মাস আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিয়াম পালন করতেন। দীর্ঘ সময় কিয়ামূল লাইল এ দাঁড়িয়ে স্বলাত আদায় করতেন। কোন কোন রাত চলে যেত কিয়ামুল লাইলেই কাটিয়ে দিতেন। রমজানের শেষ দশদিন ক্বদরের রাত্রির তালাশ করে বেড়াতেন সাথে নিজের পরিবারকেও সেই তাগিদ দিতেন।


নবীজি (সা) লাইলাতুল ক্বদরের রাত্রির জন্য চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন।


اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


“হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও”।


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৮৫০।


সালাফেরা এ রমজান মাসকে তাদের জীবনের বসন্তকাল মনে করে ইবাদাতের ক্ষেত্রে একে অপরের সহযোগী হয়ে প্রতিযোগিতায় নেমে পড়তেন।


“সালাফদের সিয়াম” বইটিতে লেখক অত্যন্ত সুচতুরভাবে সালাফদের সিয়াম সম্পর্কে পাঠকের নিকট ফুটিয়ে তুলেছেন যা পাঠকের অন্তরে বসন্তের ছোঁয়া লাগাতে সক্ষম।। ইন শা আল্লাহ।


🍁বইটি কেন পড়ব বা পড়া উচিতঃ


“সালাফদের সিয়াম” বইটি প্রত্যেক পাঠকের পড়া উচিত। এ বই থেকে আমরা যা যা জানতে ও শিখতে পারব সাথে নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে রাঙিয়ে তুলতে পারব সেগুলো হলো–


‌🌾রমাদ্বনের গুরুত্ব অন্তর থেকে উপলব্ধি করা।

🌾দান সদাকার ব্যাপারে কার্পণ্য না করা।

🌾কিয়ামুল লাইলের মনোযোগের সাথে দীর্ঘতম করা।

🌾একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিয়াম পালন করা।

🌾ক্বদরের রাত্রির তালাশ করা।

🌾বেশি বেশি আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া।

🌾নিজে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা ও অন্যকে পড়ে শোনানো।

🌾একে অপরের সহযোগী হয়ে আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। ইন শা আল্লাহ।


আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে রমাদ্বন অবদি পৌঁছানোর তৌফিক দান করুন। ( আমীন ইয়া রব্বুল আলামীন)



বইটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন ]



Post a Comment

0 Comments