দশ মিনিটের আমল pdf | শাইখ আব্দুল মালিক আল কাসিম

 



সময়ের অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গড়ে ওঠেছে আমাদের জীবনের সীমানা। প্রতিটি মুহূর্ত অতিক্রান্ত হওয়ার সাথে সাথে সংকুচিত হতে থাকে হায়াতের জীবন, চরম নির্মমতায় খসে পড়ে জীবনের একেকটি খন্ড। সময়ের অবমূল্যায়ন করে এক সময় আমরা উপনীত হই মৃত্যুর অমোঘ বিধানের দ্বারপ্রান্তে, কিন্তু হিসাবের খাতায় যুক্ত হয় না আশানুরূপ পরকালের মুক্তির রসদ, আমলের শুভ্রতায় উদ্ভাসিত করতে পারি না পরকালের ঘাঁটি। অথচ আমলের স্পৃহা ও সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আমরা জীবনের প্রতিটি মুহূর্ত অর্থবহ করে তুলতে পারি, আমলের আলোকচ্ছটায় আলোকিত করতে পারি জীবনের অলিগলি। ‘দশ মিনিটের আমল’ বইটিতে এমনই প্রশিদ্ধ কিছু আমলের কথা বিবৃত হয়েছে, যে আমলগুলো পালন করতে অল্প সময়ের প্রয়োজন হলেও সাওয়াবের পরিমাণ অনেক বেশি। প্রতিটি আমলের শুদ্ধতা নির্ণয়ের জন্য কুরআন-হাদিসের রেফারেন্স উল্লেখ বইটির সৌন্দর্যের অন্যতম দিক। দীনি দাওয়াতের দরদী ভাষায় লিখিত বইটি সময়ের প্রতি উদাসীন, আমলহীন প্রতিটি মানুষের হৃদয়ের সদর দরোজায় করাঘাত করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আরববিশ্বের বিখ্যাত দায়ী শাইখ আব্দুল মালিক আল-কাসিম হাফি. এর অমূল্য রচনা বাংলাভাষী পাঠকদের সমীপে উপস্থাপন করতে পেরে হাসানাহ পাবলিকেশন গর্বিত ও আনন্দিত। আমলের হরেক রকম ফুলেফুলে সজ্জিত, সুবাসিত দশ মিনিটের পাঠশালায় আপনাকে স্বাগতম।

পাঠকের রিভিউ 

আমরা যদি আমাদের জীবনের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা খুব সহজেই অনুধাবন কর‍তে পারি যে, আমাদের জীবন অনেক গুলো সময়ের সমষ্টি। তাই দুনিয়ার জীবন ও আখিরাতে সফলতা পেতে হলে আমাদের অব্যশ্যই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। কিন্তু নির্মম বাস্তবতা হলো আমরা দুনিয়ার পুঁজি সংগ্রহ করতে গিয়ে আখিরাতের সঞ্চয় করতে বেমালুম ভুলে যাই।

সূরা ইনশিরাহর ৭-৮নং আয়াতে মহান রাব্বুল আলামীন বলেছেন, ‘তুমি দৃঢ়তার সঙ্গে কাজ করো আর যখনই সময় পাও প্রতিপালকের কাছে একান্তভাবে নিমগ্ন হও।

দুনিয়ার জীবনে চলতে গেলে অব্যশ্যই দুনিয়াবী কর্মে ব্যস্ত থাকতে হবে। অন্যদিকে ইসলাম আমাদের শিক্ষা দেয় কিভাবে নিয়ন্ত্রন করতে হয়, কিভাবে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে হয়। যেহেতু আমাদের মুল সমস্যা হচ্ছে ‘সময়’ সময়ের অভাবেই আমরা আখিরাতের পুঁজি মানে আমল করতে পারি না। দশ মিনিট আমল বইটি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে বইটি আপনাকে শিখাবে অল্প সময়কে কাজে লাগিয়ে অধিক আমল করতে পারেন৷

যেমন, ধরুন আপনি সময়ের অভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন না। কিন্তু আপনি যদি প্রতিদিন (১০) মিনিট সময় দিয়ে ৫ পৃষ্ঠা কুরআন তিলাওয়াত করেন তাহলে (১২০) দিনে এক খতম দিতে পারবেন বছরে (৪) খতম।

সর্বশেষে সময়ের গুরুত্ব অপরিসীম। জীবন থেকে যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞানের উচ্চতর স্থানে যেমন যাওয়া যায়, আবার সময়ের সদ্ব্যবহার না করলে দুর্ভোগও পোহাতে হয়। তাই সময়কে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায় এই ধরনের বই বেশি বেশি পড়া উচিত। দশ মিনিট আমল এই বইটি হতে পারে আপনার জন্য আদর্শ একটি বই।


বইটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন ]



Post a Comment

0 Comments