আঁধারে আলোর মশাল pdf download | ইমাম ইবনু রজব হাম্বলি

আঁধারে আলোর মশাল pdf download | ইমাম ইবনু রজব হাম্বলি

 



লেখক পরিচিতিঃ

বইয়ের শুরুতে আছে এই আলেমের পরিচিতি। তিনি বাগদাদে জন্ম গ্রহন করেন। তাঁর বহু প্রসিদ্ধ শিক্ষক ছিলেন এবং তিনি নিজেও অনেকে আলেমের শিক্ষক। তাফসীর, হাদিস, ফিকহ ইত্যাদিতে ছিল তাঁর অগাধ পান্ডিত্য। এসব বিষয়ে তিনি সমকালীন শ্রেষ্ঠ আলেম হিসাবে বেশ কিছু বই লিখে গেছেন।


অনুবাদকের কথায় বইটি অনুবাদ করতে কিছু মূলনীতি তিনি বর্ননা করেছেন।


বইয়ের সারমর্মঃ

রহমত, নিয়ামত, হামদ এর অর্থ, এগুলো আদায় করার সঠিক উপায় বর্ননা করা হয়েছে শুরুর দিকে। আল কুরআনের আয়াত, হাদীস, মনিষীদের উক্তি, কবিতা ইত্যাদির মাধ্যমে সুন্দরভাবে এসবের স্বরূপ ফুটিয়ে তোলা হয়েছে।


আল্লাহর শুকরিয়া আদায়, ভাল আমল, নৈকট্য লাভ এর সময়, শর্ত ইত্যাদি জেনে এই বইয়ের সাহায্যে দোয়া করার উত্তম গাইডলাইন পাওয়া যাবে।


আল্লাহর আনুগত্যের পন্থার বিষয়ে এসেছে বিস্তারিত আলোচনা। মধ্যম পন্থা অবলম্বনের নানা উপকারীতা ও স্বরূপ ফুটিয়ে তুলে এই পন্থা অবলম্বনের উপদেশ দেয়া আছে। দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে আখিরাত মুখী হওয়ার নানা মোটিভেশন বর্নিত হয়েছে শেষ দিকে। এই বর্ননা এসেছে বেশ সাবলীলভাবে, বিস্তারিত রেফারেন্স সহকারে।


বইটির অনন্য দিকঃ

বইয়ে ব্যবহৃত সকল আয়াত, হাদীসেরই আরবী সহ অর্থ রয়েছে। সবগুলারই সুনির্দিষ্ট, বিস্তারিত রেফারেন্স দেয়া হয়েছে যা বইটিকে করে তুলেছে নির্ভেজাল, অথেনটিক।

আল্লাহ, রাসূল, সাহাবী, সালাফদের নামের পরে সুন্দর ক্যালিগ্রাফি দিয়ে দোয়া প্রকাশ করা হয়েছে।


বইটি কেন পড়বেন?

আলো যখন থাকে না, তখন আমরা হন্য হয়ে আলো খুজি। তেমনি আমাদের এই অন্ধকার সময়ে হেদায়াতের আলো হিসাবে যে ধরনের বই দরকার এটি সে ধরনের একটি বই। দ্বীনের মূল কিছু বিষয়ের খুটিনাটি নিয়ে রচিত বইটি হৃদয়ে আলো জ্বালাবে। আলোর পথ বেয়ে জান্নাতে যাওয়ার আশা জাগাবে, পথ দেখাবে এই বই।


পাঠ প্রতিক্রিয়াঃ

রহমত, নিয়ামত, হামদ, শুকরিয়া আদায়, ভাল আমল, নৈকট্য লাভ, যুহুদ, এর মত বেসিক বিষয়ে বিস্তারিতভাবে লেখা সুন্দর এই বইটি একটি অবশ্যপাঠ্য বই। প্রত্যেক মুমিন মাত্রই এই বইটি পড়া উচিৎ ও ঘরে রাখা উচিৎ। নিজ ও পরিবারের সার্বিক কল্যানে এই বইটি অনন্য।


বইটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন ]


Post a Comment

0 Comments