জান্নাতের সবুজ পাখি বইটি লেখক আলী হাসান উসামার পঞ্চম মৌলিক গ্রন্থ। এ বইয়ের মূল বিষয়বস্তু, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জিহাদকে কেন্দ্র করে। বইটি লিখতে যেয়ে লেখক বিষয়বস্তু সংশ্লিষ্ট প্রচার প্রসার ও এসংক্রান্ত সংশয় দূর করতে হাদীসের নয়টি কিতাব ঘেঁটে এ সংক্রান্ত প্রয়োজনীয় সহি হাদিস সন্নিবদ্ধ করেছেন।
বর্তমানে অতীব চর্চিত কিন্তু ভুল ব্যাখ্যায় সয়লাব হওয়া দিনের অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সঠিক ধারণা ও বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য বইটি বেশ উপযোগী। এ বিষয়ের সঠিক জ্ঞান অর্জনের মূল মাধ্যম হচ্ছে আল কোরআন ও সহীহ হাদীস, যায় অনুসারে এই বইটি লিখিত।
গ্রন্থটির শুরুতে জিহাদের তত্ত্বকথা শিরোনামে ভূমিকাস্বরূপ এক দীর্ঘ আলোচনা রয়েছে। যেখানে কোরআন, সুন্নাহ, ফিকহ ও যুক্তির আলোকে জিহাদের হাকীকত, তত্ত্ব ও হিকমাহ স্পষ্ট করে তোলা হয়েছে। পাশাপাশি প্রচলিত কিছু সংশয় দূর করা হয়েছে।
সুতরাং বইটির মূলপাঠ অধ্যয়নের আগে গুরুত্বপূর্ণ এই অংশটুকু পড়ে নেয়া একান্ত কর্তব্য।
বইটি ডাউনলোড করতে
[ এখানে ক্লিক করুন ]
0 Comments