ক্রুসেড প্রাচ্য থেকে পাশ্চাত্য pdf download | মুহাম্মদ আল আকসি

 




ক্রুসেড ইতিহাস মানব জীবনের সবচেয়ে চর্চিত ঘটনাগুলোর একটি। প্রাচ্য - পাশ্চাত্য, ইসলাম বনাম খ্রিস্টানবাদের সংঘাতে বড় একটি অংশ জুড়ে আছে আছে এটি। সাম্প্রতিক বছর গুলোতে নানা সংঘাতের ফলে যার গুরত্ব বৃদ্ধি পেয়েছে। 

ক্রুসেড বইটি পাঠ্যবই ও সাধারণ বইয়ের মাঝামাঝি ধরনের। বইটি সাধারণ পাঠক, ছাত্র, শিক্ষক সকলের জন্যই উপযুক্ত। বইটিতে থাকা তথ্য উপাত্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে যার ফলে পাঠক বিরক্ত অনুভব করবেন না। 

অন্যান্য ক্রুসেড বিষয়ক বইগুলোর তথ্য তুলনামূকভাবে বিন্যস্ত নয়। কিছু ক্ষেত্রে তা নির্দিষ্ট ব্যাক্তি বা রাষ্ট্রের ইতিহাস কেন্দ্রিক। আবার, কখনও কখনও সাধারণ ঘটনার মাঝে হারিয়ে গেছে ক্রুসেডের বর্ণনার সাধারণ গতি। 

মুহাম্মদ আল আকসি তার লেখনীতে চমৎকার পাঠ্য উপযোগী ক্রুসেড  বইটি তৈরি করেছেন। যেকোন বয়সের যে কোন পেশার ব্যাক্তিদের জন্য এ বইটি হবে অসাধারণ সুপাঠ্য।


বইটি ডাউনলোড করতে

লিংক ১ | লিংক ২ ]

একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা


Post a Comment

0 Comments