‘সেপালকার ইন লাভ’ বইটা যতই পড়েছি, ততই মুগ্ধ হয়েছি। ভালোলাগার মতো একটা বই। এধরনের বই-ই আমি খুঁজে ফিরি সবসময়। বইটিতে মলাটবদ্ধ হয়েছে বিভিন্ন দেশের প্রেক্ষাপটের বড় বড় ৩টি গল্প। গল্পগুলো ছুঁয়েছে জিনজিয়াং থেকে দারফুরের রক্তাক্ত প্রান্তরকে। কুদস থেকে ইথিওপিয়া, কানাডা থেকে ইরিত্রিয়ার ব্যথাকে। উঠে এসেছে অনেক অব্যক্ত ইতিহাস।
বইটা পড়তে পড়তে কখনোবা মুচকি মুচকি হেসেছি, আবার কখনোবা অজান্তেই চোখ ভিজে গেছে। হাসি-কান্নার মিশ্র এক অনুভূতি। খুব কম সংখ্যক বই পড়েই আমার এমনটা হয়েছে।
বিধ্বস্ত মানবতা যাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, মাজলুমের আহাজারি যাদের মানবতাবোধে বেদনার ঝড় তোলে এবং সত্যিকারের শিল্প-সৌন্দর্যকে যারা ভালোবাসেন, আশা করি বই দুটো তাদের অনেকটা খোরাক যোগাবে।
বইটির পিডিএফ লিংক
একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা
0 Comments