শেষ চিঠি pdf download | মাহিন মাহমুদ

 


পশ্চিমা সংস্কৃতি অনুযায়ী চলাফের করা মেয়ে নওশিন। যদিও সে ধার্মিক ফ্যামিলির মেডিকেল কলেজপড়ুয়া মেয়ে। কিন্তু ইসলামের যাবতীয় বিধিবিধান তার কাছে বর্তমান যুগের সাথে সাংঘর্ষিক মনে হয়।

এদিকে শাপলা চত্বরের লোমহর্ষক ট্রাজেডিতে পা হারায় সায়মার বাবা। অসহায় বাবার একমাত্র মেয়ে সাইমা। তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে এগিয়ে আসে তরুন ও কথাবার্তায় অমায়িক স্বভাবের আলেম আহসান জামিল। আহসান জামিলের অমায়িক ব্যবহার ও কথাবার্তায় মুগ্ধ হয়ে সায়মা একসময় আহসান জামিলকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখতে থাকে।

কিন্তু পরিবারের পছন্দক্রমেই বিয়ে আহসান ও নওশিনের মধ্যে। বিয়ের পরেও পশ্চিমা সংস্কৃতির মেনে চলা নওশিন আহসান কে মেনে নিতে পারছিল না। বারবার তার মনে পড়তে থাকে ভালোবাসার মানুষটির কথা। একসময় ভালোবাসার মানুষটির হাতেই কিডন্যাপ হয় নওশিন। কিন্তু কিডন্যাপ অবস্থা থেকে অনেক কষ্টে মুক্তি পাওয়ার পর স্বামী আহসানের সাথে লজ্জা ও অনুশোচনায় সামনা-সামনি কথা বলতে পারে না। ফলে সে তার মনের সমস্ত কথা একটি চিঠির মাধ্যমে লিখে আহসানকে জানায়।

কি লেখা ছিল সেই চিঠিতে?

অসহায় সায়মারই বা কী হয় শেষে?

আহসান ও নওশিনের ভাগ্যেই বা কি ঘটে শেষ পর্যন্ত?

এমন কিছু প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে “শেষ চিঠি” উপন্যাসটি।


বইটির পিডিএফ লিংক

লিংক ১ | লিংক ২ ]

Post a Comment

0 Comments