ঘরে বসে spoken english pdf download | Munzereen Sahid

ঘরে বসে spoken english pdf download | Munzereen Sahid

 


বই এর ট্যাগ লাইন হলো "Grammar শেখা ছাড়াই ইংরেজি বলার উপায়।" ট্যাগ লাইনের মত করেই বইটি সাজানো হয়েছে। এখানে গ্রামার নিয়ে কোন আলোচনা করা হয়নি, সরাসরি আমরা বাংলায় যেভাবে কথা বলি সেভাবে ইংরেজিতে উপস্থাপন করা হয়েছে। 

বইয়ে মোট ৮০ টি টপিক রয়েছে, যেগুলোকে ক্লাস হিসেবে উপস্থাপন করা হয়েছে,, এর মধ্যে ২০ টি easy, ২০ টি medium , ২০ টি hard, ২০ টি advance. Easy ক্লাস গুলোতে সহজ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে যেমনঃ কিভাবে নিজের পরিচয় দেবেন, কিভাবে নতুন ব্যাক্তির সাথে পরিচয় হবেন, কিভাবে কারো প্রশংসা করবেন ইত্যাদি। তার পরবর্তী ধাপ গুলোতে medium, hard, advance লেভেলে ক্রমান্নয়ে কঠিন বিষয়ে কিভাবে কথা বলবেন তা নিয়ে বলা হয়েচে যেমনঃ কিভাবে ইংরেজিতে নিজের মতামত দেবেন, কিভাবে জব ইন্টারভিউ দেবেন, কিভাবে প্রেজেন্টেশন দেবেন ইত্যাদি।

এখানে সব গুলো কথা আমরা বাংলায় যেভাবে বলি সেভাবে ইংরেজিতে লেখা আছে,, এবং sentence এর যেখানে পরিবর্তন করে এর অর্থ পরিবর্তন করা যায় সেখানে ফাকা রেখে দেওয়া হয়েছে, আবার এই শূন্য স্থানে কি কি হতে পারে তাও পাশের বক্সে লিখে দেয়াওয়া আছে, আবার কোন ধরনের sentence দ্বারা কেমন মনভাব প্রকাশ করে,, অর্থাৎ কোন কথা ফরমাল ভাবে কিভাবে বলতে হবে, আবার বন্ধুমহলে কিভাবে ইনফরমাল ভাবে বলা যায় তাও বলা হয়েছে৷

আমরা মুনজেরিন আপুর অনলাইন ক্লাস গুলোতে যেভাবে দেখি এটি তেমন ই। তবে এখানে আরো কিছু কথা সুন্দর ভাবে ধারাবাহিক ভাবে উপস্থাপন করা হয়েছে এবং ছবি ও রঙের মাধ্যমে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে এখানে রং শুধু আকর্ষণী নয় বরং আলাদা আলাদা অর্থ প্রকাশ এ ব্যবহার করা হয়েছে।


বইটির পিডিএফ লিংক

লিংক ১ | লিংক ২ |  লিংক ৩ ]

একটি ড্রাইভ লিংক বাকি দুটো ফাঁকা

Post a Comment

0 Comments