আব্দুল্লাহ ইবনুল মুবারক জীবন ও কর্ম pdf download

 




"ইমাম আওযায়ী রহ. এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখেছ? লোকটি বলল, জ্বী না। আওযায়ী রহ. বললেন, যদি তুমি তাঁকে দেখতে তবে তোমার চোখ শীতল হয়ে যেত!”

আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহ এক মুগ্ধতার নাম। তাঁর বিভিন্ন পরিচয় রয়েছে। মুহাদ্দিসগণ মুহাদ্দিস হিসেবে পরিচয় দিতে, ফকীহগণ ফকীহ হিসেবে, মুজাহিদগণ মুজাহিদ হিসেবে আর সূফীরা তাঁদের দলে ভিড়াবার চেষ্টা করেন। ইসলামের মহান এই ব্যক্তিত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কল্যাণ একত্র করেছিলেন। ১১৮ হিজরীতে জন্ম নেওয়ায় কল্যাণের যুগ পেয়েছিলেন এবং পূর্ববর্তীদের অনুসরণ করে পরবর্তীদের জন্যে আদর্শ হয়ে আছেন। ইমাম নববী রহ. তাঁর প্রশংসায় বলেছেন, ‘যার আলোচনা দ্বারা রহমত অবতীর্ণ হয় ও যার ভালোবাসা দ্বারা ক্ষমার আশা করা যায়।


বইটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন ]


Post a Comment

0 Comments