আল আসমাউল হুসনা pdf download | ইবনু আবেদীন

 


আল্লাহর ব্যাপারে জ্ঞান হচ্ছে সমস্ত জ্ঞানের মূল, ভিত্তি বা উৎস। এ ব্যাপারে অজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা তথা জাহালত। এ ব্যাপারে জানা না জানার মধ্যেই রয়েছে বান্দার সাফল্য, ব্যার্থতা। ইবনুল কাইয়ুম (রহ্) তার কবিতার মাধ্যমে বলেন, 

"জ্ঞান হচ্ছে ৩ প্রকার যার চতুর্থ কোন প্রকার নেই

একমাত্র ইবাদত যোগ্য ইলাহের নাম, গুণাবলী এবং কার্যাবলী সম্পর্কে জানা,

এবং আদেশ ও নিষেধ সম্পর্কে জানা যা হচ্ছে তার দ্বীন,

এবং সাক্ষাৎ দিবসে তিনি কি জাঝা দিবেন (তা জানা)।"

 

এই লক্ষ্যেই আল আসমাউল হুসনা কে সংকলন করা হয়েছে। সংকলিত এই কিতাবে মহান আল্লাহর নাম সমূহের বাংলা উচ্চারণ, অর্থ ও প্রয়োজন বিশেষে সংক্ষিপ্তভাবে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। 

সংকলিত এই গ্রন্থ পাঠ করে একদিকে যেমন মহান আল্লাহর ব্যাপারে জানা যাবে, তেমনি চিন্তা ও ভাবনার নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত হবে, ইনশাআল্লাহ্। 


বইটির পিডিএফ লিংক 

লিংক ১ | লিংক ২ ]

একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা



Post a Comment

0 Comments