কারবালা ও ইয়াজিদ pdf download | উম্মে আমিরাহ

 



শুহাদায়ে কারবালা দিবস মুসলিম ইতিহাসের অন্যতম ট্র্যাজিক দিবস। উম্মাহর গতিপথ বদলে যাবার বেদনাবিধুর ঘটনার দিন। বহুল চর্চিত এই দিন নিয়ে কতশত আলাপ জারি আছে লেখনীতে, কথায়, গল্পে, ইতিহাসের পাতায় পাতায়। 

কারবালা নিয়ে বাড়াবাড়ির অন্ত নেই। স্ব-স্ব চিন্তা কাঠামোতে কারবালা সংক্রান্ত নিজস্ব ব্যাক্ষা খুবই প্রভাবক হয়ে অবস্থান করছে। বড্ড স্পর্শ কাতর এই অবস্থান। এতটা প্রান্তিক জায়গায় এর অবস্থান, সেখানে আলাপ আলোচনা বিপদসঙ্কুল বটে। 

তবে আহলুল সুন্নাহ ওয়াল জামাআত ঐতিহাসিক এই ঘটনার ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অবস্থা পরিষ্কার করেছে। এই অবস্থান প্রান্তিকতা মুক্ত আর ইনসাফের নির্মহ দেয়াল দিয়ে আবৃত। 

কারবালা ও ইয়াজিদ গ্রন্থ অনুসন্ধানী পাঠকদের অনেক প্রশ্নের উত্তর এনে দেবে। অনেক অজানাকে জানিয়ে দেবে। এ আলোচনা পাঠকদের জ্ঞান তৃষ্ণা মিটাবে বলে আশা করছি। 


বইটির পিডিএফ লিংক 

লিংক ১ | লিংক ২ ]

একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা

Post a Comment

0 Comments