আল-মাওযূয়াত PDF - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর



ব‌ই : আল-মাউযূয়াত
লেখক : আল্লামা আবু জাফর সিদ্দিকী (রহ.)
সম্পাদনা : ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

সম্পাদক পরিচিত : 

ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৯৬১ সালের ১লা ফেব্রুয়ারী ঝিনাইদহ জেলার,ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।



শিক্ষাজীবন :



১. দাখিল, সরকারী আলিয়া মাদ্রাসা (১৯৭৩)



২. আলিম, সরকারী আলিয়া মাদ্রাসা (১৯৭৫)



৩. ফাজিল, সরকারী আলিয়া মাদ্রাসা (১৯৭৭)



৪. কামিল (হাদীস), সরকারী আলিয়া মাদ্রাসা (১৯৭৯)



৫. অনার্স, মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয়, (১৯৮৬)



৬. মাস্টার্স, মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় (১৯৯২)



৭. পিএইচডি, মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় (১৯৯৮)





* ইমাম মুহাম্মাদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালীন দু'বার শ্রেষ্ঠ ছাত্রের পুরষ্কার লাভ ।





 * শায়খ বিন বায, শায়খ বিন উসায়মিন, আল জিবরিন ও আল ফাউজান সহ বিশ্ববরেণ্য স্কলারদের সান্নিধ্যে থেকে ইসলাম প্রচারে বিশেষ দীক্ষা গ্রহণ করেন।





::: কর্মজীবন :::



* শাইখুল হাদীস (খন্ডকালীন), দারুস সালাম মাদ্রাসা, ঢাকা



* দাঈ ও অনুবাদ, রিয়াদ (২ বছর)



* লেকচারার (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ), ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া (১৯৯৮-২০০৯)


* প্রফেসর (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ), কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় (২০০৯-২০১৫)



* খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, কুষ্টিয়া





ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী, বিনয়ী, উম্মাহর জন্য দরদী, মুখলিস,পরমত সম্মানকারী,যুগসচেতন, ভারসাম্যপূর্ণ, উম্মাহর ঐক্য কামনাকারী, প্রাজ্ঞ ও পন্ডিত হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন । ২০১৫ সালের ১২ই মে, রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন ।

আল-ম‌উযূআত সম্পর্কে :

আল-ম‌উযূআত বাংলাভাষায় লিখিত প্রাচীনতম গ্রন্থ । লেখক আল্লামা আবূ জাফর সিদ্দিকী রহ. ফুরাফুরা শরীফের পীর ছিলেন । সে সময়ে তিনি প্রচলিত ভুল হাদীস, বিদ‌আত নিয়ে এ গ্রন্থটি রচনা করেন । যা তৎকালীন সময়ের হিসেবে খুবই প্রয়োজনীয় ছিল । একথা স্বীকার করতেই হয়, একজন গদ্দানশীন পীর হিসেবে সাধারণত এধরনের ব‌ই লেখার রেওয়াজ ভারতীয় উপমহাদেশে দেখা যায়না । সময় অতিবাহিত হলেও এ কিতাবের আবেদন কমে যায়নি । তাইতো কিতাবটি নতুন করে বাজারে নিয়ে আসেন ফুরফুরা দরবারের জামাতা মরহুম ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ) । বর্তমান প্রেক্ষাপটে ব‌ইটি বিশেষ প্রয়োজনীয় ।

Direct Download Link

Download From Google Drive

Post a Comment

1 Comments