মুসলিম যুগে হিন্দুদের শিক্ষা ব্যবস্থা pdf download | আল্লামা সৈয়দ সোলায়মান নদভী

 


এই মহামূল্যবান বইটি আল্লামা সৈয়দ সোলায়মান নদভী (রহ:) এর ১৯১৮ খ্রিস্টাব্দে 'অল ইন্ডিয়া মুসলিম এডুকেশনাল কনফারেন্স' এর কলকাতায় দেয়া এক ভাষণ।  

পাকিস্তান ভারত উপমাদেশে সর্বপ্রথম মুসলিম জাতির সম্পর্ক গড়ে উঠার পর থেকে মুসলিম শাসনকাল পর্যন্ত এই দেশে যে পরিমাণ উদারতার সাথে হিন্দুদের শিক্ষার বিকাশে অংশগ্রহণ করেছে, আল্লামা নদভীর আলোচ্য সারগর্ভ প্রবন্ধে যুক্তি ও তথ্য সরবরাহ করে তা উপস্থাপন করেছেন। 


প্রাচীন ভারতে শিক্ষা কেবল উচু সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। নিচু জাতের মধ্যে শিক্ষা গ্রহণ করা তো দূরের কথা, ধর্মীয় গ্রন্থ এর কোন একটি শ্লোক পর্যন্ত শ্রবণ করার অধিকার ছিলোনা। 

মুসলমানগণই সর্বপ্রথম এরূপ বর্ণভেদি শিক্ষা ব্যাবস্থার পরিবর্তন আনয়ন করেন। পরবর্তীতে নিচু শ্রেণীর অনেক হিন্দু এতটাই উন্নতি লাভ করেন যে, উচু শ্রেণির বিদ্বানদের পর্যন্ত ছাড়িয়ে যায়। 

বইটির পিডিএফ লিংক


একটি ড্রাইভ লিংক আরেকটি ফাঁকা


Post a Comment

0 Comments